প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আইসিসি চেয়ারম্যান, যাবেন সিলেটেও
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের বাংলাদেশে দুই দিনের সফর নিয়ে শনিবার বিকেলের দিকে তার সফররসূচির বিস্তারিত জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সফরসূচি অনুযায়ী রবিবার (২২ মে) সকাল ১১ টায় বাংলাদেশে আসার পর পূর্বাচলে শেখ হাসিনা আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন গ্রেগ বার্কলে। রাতে তার সম্মানে নৈশভোজ। পরের দিন সোমবার (২৩ মে) মিরপুরের হোম অব ক্রিকেটে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম ঘন্টা অথবা প্রথম সেশন দেখবেন। সেখানে নতুন করে যোগ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় জানা যায়নি। তবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে তিনি যাবেন ২৩ মে প্রথম দিনের প্রথম সেশনের খেলা দেখার পর।
আকাশ পথে ঢাকা থেকে তিনি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন বেলা আড়াইটায়। সেখানে গিয়ে তিনি সরাসরি সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শসহ অবকাঠামো দেখবেন। একই সঙ্গে তিনি স্কুল ক্রিকেটর খেলাও কিছু সময় উপভোগ করবেন বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
ঢাকাপ্রকাশ-কে তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান সিলেট আসার পর আমরা তাকে সরাসরি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে নিয়ে যাবো। এখানে তিনি মাঠ পরিদর্শন করবেন। অবকাঠামো দেখবেন। তার আসা উপলক্ষে আমরা স্কুল ক্রিকেটের একটি ম্যাচ এখানে নিয়ে এসেছি। তিনি যতক্ষন সময় দিতে পারবেন, ছোট ছোট ছেলেদের খেলা দেখবেন।’
ঐ দিনই তিনি ঢাকায় ফিরে আসবেন এবং ২৪ মে সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন গ্রেগ বার্কলে।
এমপি/এএস