করোনা নেগেটিভ সাকিব, প্রথম টেস্ট খেলার সম্ভাবনা
করোনা আক্রান্ত সাকিব আল হাসান দ্রুততম সময়ে সুস্থ হয়ে উঠেছেন। তার করোনা নেগেটিভ এসেছে। এর ফলে তার চট্টগ্রামে প্রথম টেস্ট খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। দ্রুতই তিনি চট্টগ্রামে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে।
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে সাকিব দুই দিনের ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসার পরদিনই ১০ মে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। ফলে তিনি প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েন। বিসিবি থেকে মেইলে তার সেই ছিটকে পড়ার সংবাদও জানানো হয়। এ সময় সাকিব হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে থাকেন।
নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন বলেন, ‘সাকিবের করোনা টেস্ট গতকালই (বৃহস্পতিবার) নেগেটিভ এসেছে। কিন্তু সে প্রথম টেস্ট খেলতে পারবে কি না মেডিকেল বিভাগ থেকে জানা যাবে।’
সাকিবের সুস্থ হয়ে উঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলার সম্ভাবনা তৈরি হওয়া বাংলাদেশ শিবিরের জন্য অনেক বড় স্বস্তির খবর। কারণ যখনই বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ থাকে তখনই কোনো না কোনো কারণে সাকিবের আর খেলা হয়ে উঠে না। কখনো নিজ থেকে, কখনো পারিবারিক সমস্যার কারণে। এ যেমন দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনেক নাটকের পর সাকিব শেষ পর্যন্ত গেলেও টেস্ট সিরিজ আর খেলতে পারেননি পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়লে। আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার জন্য যুক্তারাষ্ট্র থেকে তিনি চলে আসলেও করোনায় আক্রান্ত হয়ে পড়েন। যে কারণে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিসিবি সভাপতি আক্ষেপ করে বলেছিলেন, আমাদের যখন দরকার হয় তখন আমরা তাকে পাই না।’
এমপি/এসএন