বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দুদকের মামলার চার্জশীট থেকে ৮ জনের নাম কর্তনের সুপারিশ,দুদক কমিশন গ্রহণ না করেই রিপোর্ট ফেরত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার খয়রাতির চালের ২২ কোটি টাকা আত্নসাতের মামলায় দুদকের চার্জশীট থেকে ৮ জনের নাম কেটে নিতে কোটি টাকা খরচের অভিযোগ। 

২০১৬-১৭ অর্থবছরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ধর্মীয় অনুষ্ঠানের অনুকূলে জিআর চাল ৫,৮২৩ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়। যার তৎকালীন বাজার মূল্য ২২ কোটি টাকার অধিক। এই পুরো অর্থ আত্মসাতের ফলে প্রথমে অভিযোগ যায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে। স্মারক নং- গাইবান্ধা/অনুঃ (তদন্ত-১)/৩০৮২৮, তারিখ-১২/১০/২০১৭। এই স্মারকের ফরওয়ার্ডিংটি পরিসমাপ্তির (দায়মুক্তি) জন্য সুপারিশ করে দুদকের প্রধান কার্যালয়ে, (স্মারক নং-০০.০১.৩২০০.৭২১.০১.০২৯, তারিখ-১৭/০৫/২০১৭)। কিন্তু দুদক কমিশন সভায় দায়মুক্তির কোন উপযুক্ত ব্যাখ্যা না পেয়ে (পুনঃ) তদন্ত করার জন্য দুদক প্রধান কার্যালয় হতে সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে দুই সদস্যের কমিটি অনুমোদন করেন। যার নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও অপর সদস্য হলেন উপ সহকারী পরিচালক মোঃ নুর আলম। এই কমিটি দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের ৫(২) ধারায় ১৯টি পৃথক মামলা করার জন্য সুপারিশ করেন। যার মধ্যে ১৬জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১ জন ওয়ার্ড কাউন্সিলর, ১ জন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। পরবর্তীতে সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের বদলি হওয়ার কারণে ২০২১ সালের ৩০শে আগষ্ট সহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ১টি মামলা করেন। মামলার পরবর্তী তদন্তের দায়িত্ব আবারও দেওয়া হয় সহকারী পরিচালক হোসাইন শরীফকে। এরপর সকল আসামি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও পরবর্তীতে আর নিম্নকোর্টে আর সেলেন্ডার করে নাই। এর মধ্যে সকল আসামি নাম কেটে নেওয়ার তদবির শুরু করেন। অনেক আসামি চার্জশীট থেকে নাম কেটে নিতে সক্ষম হলেও অনেকেই পারি নাই।

এই মামলার অনুসন্ধান করতে গিয়ে ঢাকা প্রকাশ জানতে পারে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুর হতে চার্জশীট থেকে যে ৮ জনের নাম কর্তন বা অবমুক্তির জন্য ঢাকায় দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে তারা হলেন, (১) জনাব মোঃ মোশাহেদ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ১ নং কামদিয়া ইউপি (২) জনাব মোঃ রেজাউল করিম (রফিক), সাবেক চেয়ারম্যান ২ নং কাটাবাড়ি ইউপি  (৩) জনাব মোঃ তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ৩ নং সাখাহার ইউপি  (৪) জনাব মোঃ আব্দুল লতিফ সরকার, সাবেক চেয়ারম্যান ৪ নং রাজাহার ইউপি  (৫) জনাব মোঃ শাহদাত হোসেন, সাবেক চেয়ারম্যান ১০ নং রাখালবুরুজ ইউপি  (৬) জনাব মোঃ মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান ১৪ নং কোচাশহর ইউপি  (৭) জনাব মোঃ আমির হোসেন শামীম, সাবেক চেয়ারম্যান ১৭ নং শালমারা ইউপি (৮) মোছাঃ গোলাপী বেগম, সাবেক কাউন্সিলর গোবিন্দগঞ্জ পৌরসভা।

নাম প্রকাশ না করা শর্তে, গোবিন্দগঞ্জের পেশাজীবী সংগঠনের এক নেতা বলেছেন, শুনেছি দুদকের চার্জশীট থেকে ৮ জনের নাম কেটে নিতে ২ কোটি টাকার অধিক খরচ হইছে। তিনি আরও বলেন, প্রত্যেক আসামী এই ২২ কোটি টাকার ভাগ খেয়েছে, কেউ কম আর কেউ বেশি। কোন আইনে চার্জশীট থেকে নাম কাটা হইছে তা আমার বোধগম্য নয়। অপরাধীরা মাফ পেলে দুদকের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাবে বলে তিনি মনে করেন।

তবে দুদকের প্রধান কার্যালয়, এই চার্জশীটের রিপোর্ট গ্রহণ না করে কয়েকটি কোয়ারী দিয়ে পুনরায় রিপোর্ট দেয়ার জন্য সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে প্রেরণ করেন।

এই বিষয়ে সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফের সাথে কথা বললে তিনি বলেন, হেড অফিস থেকে কিছু কোয়ারী দিয়েছে সেগুলোর জবাব দিয়ে আমরা কিছু দিনের ভিতর পুনরায় রিপোর্ট হেড অফিসে প্রেরণ করবো। নাম কর্তনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এছাড়াও সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানকে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

 

Header Ad

সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সেনানিবাসস্থ সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরেজা থেকে রওয়ানা হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার (২০ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেয়া হয়েছিল। আজ সেই সেনানীবাসের সেনাকুঞ্জে যাবেন তিনি।

এদিকে ২০১৮ সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশ্বস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন অমন্ত্রণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনারা সস্ত্রীক বাসায় এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র দিয়ে গেছেন।

এদিকে, খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র ২৬ জন নেতাও সশ্বস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হলো।

Header Ad

সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না

জহিরুল ইসলাম খান পান্না (ইনসটে: শেখ হাসিনা)। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ার আগ্রহ প্রকাশ করেছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পরে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে জেড আই খান পান্না বলেন, আজ আদালতে নিয়মিত শুনানির সময় কেউ একজন জানতে চান যে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিটি) আমি কারও পক্ষে লড়ব কি না। তখন আমি বলেছি, সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষেই লড়ব।

অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। এখন তার পক্ষে লড়তে চাইছেন। এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কি না?

উত্তরে জেড আই খান পান্না বলেন, অবশ্যই সাংঘর্ষিক। কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে আমি যেকোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে।

Header Ad

নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত সচিব জনাব এ এম এম নাসির উদ্দীন-কে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন।

অন্য একটি প্রজ্ঞাপনে চার কমিশনারের নিয়োগের বিষয়টিও জানানো হয়।

চার কমিশনার হলেন:

১. মো. আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)

২. আবদুর রহমানেল মাসুদ, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত)

৩. বেগম তাহমিদা আহমেদ, যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত)

৪. ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।

Header Ad

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবস আজ, বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু
সেন্টমার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের
সিটি কলেজ অন্যত্র সরিয়ে নেওয়াসহ ৯ দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের
ট্রাইব্যুনাল চাইলে বিচার কাজের অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে