সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে জেলা পরিবহন ঐক্য পরিষদ। সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘটের বিষয়ে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের পর বেলা সাড়ে ১২টার দিকে স্থগিত করা হয়।
এ প্রসঙ্গে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম বলেন, ‘আলী আকবর রাজন যে মামলায় গ্রেপ্তার হয়েছেন, সে মামলার কারণে আমরা ধর্মঘটে যাইনি। ওই মামলায় গ্রেপ্তারের পর তাকে নতুন আরও দু-একটি মামলায় জড়ানোর কারণে আমরা আন্দোলনে গেছি। তিনি রাজনীতি করেন, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছেন। তিনি ন্যায় করেছেন নাকি অন্যায়, তা আদালত দেখবেন। আমরা আদালতকে মানি। কিন্তু পরবর্তীতে নতুন কিছু মামলায়, মিথ্যায় মামলায় জর্জরিত করার কারণে আমরা কঠোর অবস্থানে গেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা গত ১১ জানুয়ারি স্মারকলিপি দিয়ে ২২ জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম। আলী আকবর রাজনের মুক্তির দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু হয়েছিল। গত রাতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর সঙ্গে কথা বলে প্রশাসনের কর্মকর্তারা আশ্বস্ত করায় ফেডারেশনের নির্দেশক্রমে আপাতত আমরা কর্মবিরতি স্থগিত করছি।’
এর আগে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে রবিবার (২২ জানুয়ারি) ধর্মঘটের ডাক দেওয়া হয়। সোমবার সকাল থেকে শুরু হয় ধর্মঘট। আজ সিলেট জেলায় এবং কাল থেকে গোটা বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, আলী আকবর রাজন শ্রমিক নেতা হলেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত। রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এসজি