ভাড়া বাসা থেকে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ পৌরশহরের ভাড়া বাসা থেকে সোনালী পাল (৩২) নামে এক শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোনালী পাল শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন এবং তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মৃত নিবারন চন্দ্র পালের মেয়ে।
পুলিশ জানায়, শিক্ষিকা সোনালী দীর্ঘদিন ধরে এই বাসায় একা ভাড়া থাকতেন। তার পরিবার সিলেটে বসবাস করে। সকালে ওই শিক্ষিকার ভাই তার বাসায় এলে ফ্যানের সঙ্গে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় ঝুলন্ত দেহ নামিয়ে দেখা যায় তিনি মারা গেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল তৈরি করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসজি
