ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন সাড়ে ৭ কোটি মানুষ স্বাধীনতার পরে খেতে পারেনি। তাদের দুই বেলা খাবারের সুযোগ ছিল না। এখন ১৭ কোটি মানুষ এই দেশে বসবাস করছে, তিনবেলা খেয়ে বাঁচে আছে। সৃষ্টিকর্তা হলেন যিনি উনি রিযিকের ব্যবস্থা করবেন। এখন কিন্তু দেশে পরিবার পরিকল্পনার উপর বেশি চাপ নেই। প্রধানমন্ত্রী বলেন জনগণ আমার সম্পদ। ১৭ কোটি মানুষ আর তাদের ৩৪ কোটি হাত একযুগে কাজ করলে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পোঁছাতে সম্ভব হবো।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের নেতাদের সহযোগিতা চেয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় সম্প্রীতির দেশ। কিছু মানুষ চায় এই সম্প্রীতি নষ্ট করতে। জঙ্গিবাদ ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে ধর্মীয় সম্প্রদায়ের ঐক্য বিনষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনাদের সচেতন থাকতে হবে। জনপ্রতিনিধি, প্রশাসনতন্ত্র ও সকল ধর্মের নেতাদের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে হবে।
এসময় প্রতিমমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে আহ্বান করেন তিনি। তিনি বলেন, সারাবিশ্বের থেকে আমরা এখন পর্যন্ত অনেক ভালো আছি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেলে দেশ আবারও অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ প্রমুখ।
এএজেড