ভারত থেকে আনা ২৫ টন অবৈধ কয়লা জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২৫ টন অবৈধ কয়লার চালান জব্দ করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলার পাটলাই নদীতে থেকে তাহিরপুর থানা পুলিশ স্টিলবডিসহ ওই কয়লার চালান জব্দ করে। এ সময় ৪ চোরাকারবারি নদী সাঁতড়ে পালিয়ে যায়।
এসময় স্টিল বডি (ইঞ্জিনচালিত ট্রলারে) তাহিরপুরের পাটলাই নদীর নৌপথ ব্যবহার করে চোরাই কয়লা নেত্রকোনার কলমাকান্দা নিয়ে যাওয়ার পথে পুলিশ কয়লার চালানে প্রায় ২শ বস্তা কয়লা, স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
সহকারি পুলিশ সুপার (তাহিরপুর - জামালগঞ্জ) মো. সাহিদুর রহমান চোরাই কয়লা জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই কয়লার চালান জব্দ করা হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এএজেড
