বিশ্বনাথ পৌরসভা: নৌকা প্রতীক চান ১০ নেতা
২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভার নির্বাচন। প্রথমবারের মতো এই পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে প্রার্থীদের। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর। এরপর মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর। প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমের মাধ্যমে।
এদিকে নির্বাচন সামনে রেখে এই পৌরসভায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে লড়তে চান অন্তত ১০ জন আওয়ামী লীগ নেতা। প্রথমবারের মতো বিশ্বনাথ পৌরসভায় মেয়র হতে প্রাণান্ত প্রচেষ্টা প্রার্থীদের। ইতোমধ্যে বিশেষ বর্ধিত সভায় মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ১০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে।
বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে সিভি জমদানকারী প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবাসী আকদ্দুছ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলী মজনু।
এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রার্থী হতে আগ্রহীদের সিভি গ্রহণ করা হয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, তার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, যেই নৌকার মাঝি হন না কেন, আমারে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। নৌকা বিজয়ী হলে উন্নয়ন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পৌরসভা হিসেবে অনুমোদন পায় বিশ্বনাথ।
এসএন