শাসন করায় ২ কলেজশিক্ষকের উপর ছাত্রের হামলা
শাসন করায় সুনামঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক মোখলেসুর রহমান ও সহকারী শিক্ষক মুর্তজা আলীর উপর একই প্রতিষ্ঠানের ছাত্র আল-ইদ্রিস কয়েকজনকে নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ট্যাকেরঘাটের লাকমা বাজার সড়কে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকদের বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কলেজের সাবেক, বর্তমান ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং অভিভাবকরা আলী ইদ্রিসসহ তার সঙ্গীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
জানা যায়, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজে বাংলা ক্লাস চলাকালীন অত্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আলী ইদ্রিস ক্লাসে অমনোযোগী হওয়ায় তাকে ধমক ও শাসন করেন বাংলা প্রভাষক মোখলেসুর রহমান ও সহকারী শিক্ষক মুর্তজা আলী। এরই জের ধরে বুধবার রাতে দুই শিক্ষক ট্যাকেরঘাট বাজার থেকে বাসায় ফেরার পথে ট্যাকেরঘাটের লাকমা বাজার সড়কে আলী ইদ্রিসসহ তার সঙ্গীরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত সটকে পড়ে।
ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম বলেন, আহত শিক্ষকদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
কলেজশিক্ষক মোখলেসুর রহমান বলেন, ২০১৪ সাল থেকে বিনা বেতনে এই কলেজে শিক্ষকতা করে আসছি। বিনিময়ে ছাত্রের কাছে আজ এই প্রতিদান পেয়েছি। আমরা কয়েকজন শিক্ষক বাড়ি থেকে খাবার এনে কলেজে পাঠদান করে আসছি। যাতে কলেজটি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে। নামমাত্র বেতনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিবছর এই কলেজের ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করে আসছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আহত কলেজশিক্ষক মোখলেসুর রহমান বাদী ছাত্র আলী ইদ্রিসকে আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করতে চেষ্টা করছে পুলিশ।
এসজি