সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক নিখোঁজ
ভোররাত থেকেই নিখোঁজ রয়েছেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। তবে যুবদলের নেতা-কর্মীরা বলছেন, তিনি নিখোঁজ হননি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পরিচয় দিয়ে একটি দল মকসুদকে নিজ বাসা থেকে আটক করে নিয়ে গেছে। দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এমন তথ্য ছড়িয়ে দিয়েছেন।
ফেসবুক পোস্টে নেতা-কর্মীরা উল্লেখ করেন, বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও থেকে র্যাবের একটি দল মকসুদকে আটক করে নিয়ে যায়।
তবে র্যাব-৯ সূত্র এমন কোনো তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেনি। এ বিষয়ে জানতে বুধবার সকালে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলমের অফিসিয়াল মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, যুবদল নেতা আটকের কোনো তথ্য আমার কাছে নেই।
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর সিলেট জেলা যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ নির্বাচিত হন ।
এসআইএইচ