জেলা পরিষদ নির্বাচন : সুনামগঞ্জে আলোচনায় ৪ জন
দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে সরকার। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনে অংশ নিতে নড়েচড়ে বসেছেন সুনামগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থী এবং ভোটারদের মধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে যোগাযোগ। কুশলাদি বিনিময় থেকে শুরু হয়ে শুভেচ্ছা বিনিময় পর্যন্ত। দেশের বাইরে অবস্থান করেও ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে কি না? এ বিষয়টি স্পষ্ট করা না হলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বেশ কয়েকজন প্রার্থী।
আগ্রহী প্রার্থীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা। এ ছাড়াও আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন আলোচনায়।
আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। সুনামগঞ্জ জেলা পরিষদের মোট ভোটার সংখ্যা ১২২৯ জন। এই জেলায় ইউনিয়ন পরিষদ রয়েছে ৮৮টি, উপজেলা পরিষদ ১১ এবং পৌরসভা রয়েছে মোট ৪টি। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরাই জেলা পরিষদের ভোটার।
সুনামগঞ্জ জেলা পরিষদের বর্তমান প্রশাসক নুরুল হুদা মুকুট এর আগে ছিলেন জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে গত নির্বাচনে পরাজিত করে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তার আগে দলের জেলা সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান। ফলে মুকুট এবং ইমন দুজনেরই গ্রহণযোগ্যতা রয়েছে ভোটারদের কাছে।
নির্বাচনের ব্যাপারে নুরুল হুদা মুকুট জানান, বিগত দিনে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ভোটারদের সঙ্গে যে হৃদ্যতা স্থাপন হয়েছে, সেই বিশ্বাস এবং নির্ভরতা থেকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে চাই। আমি মনে করি বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা সর্বোপরি জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় রেখে দল থেকে প্রার্থী মনোনয়ন করা হবে। আমি আমাদের দলীয় প্রধান এবং জাতির পিতার কন্যা মানবতার নেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আমৃত্যু দলের জন্য কাজ করে যাব।
এদিকে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। তিনি বর্তমানে দেশের বাহিরে অবস্থান করলেও তার সমর্থকরা জানিয়েছেন তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং দলীয় সিদ্বান্তের বাহিরে পা ফেলবেন না।
এ বিষয়টি স্বীকার করেছেন তার ঘনিষ্টজন ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুনামগঞ্জ পৌরসভার কমিশনার গোলাম সাবেরীন সাবু। তিনি বলেন, দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের বাইরে যাবেন না তিনি। দলীয় শৃঙ্খলা নষ্ট হয় এমন কোন সিদ্ধান্তও মতিউর রহমান নেবেন না।
প্রার্থীতা বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের সেলফোনে যোগাযোগ করা হলেও কল রিসিভ না করায় তার মতামত জানা সম্ভব হয়নি। তবে সমর্থকরা জানিয়েছেন, তিনি যথাসময়ে নিজের অবস্থান জানান দিবেন।
এ ছাড়াও যুক্তরাজ্যে রয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শামছুন্নার বেগম শাহানা। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিনি নির্বাচনে দলের হয়ে মনোনয়ন চাইতে পারেন।
এসআইএইচ