ঘুমের স্ট্যাটাস দিয়ে চিরঘুমে যুবক
‘ঘুমিয়ে কেন জীবন কাটাস? কইল ঋষি স্বপ্নে মোর’-কাজী নজরুল ইসলামের এই পঙক্তিটি নিজের ফেসবুকে লিখেন মাজহারুল ইসলাম মুর্শেদ নামে এক যুবক। স্ট্যাটাস দেওয়ার ১৫ ঘণ্টা পর পাড়ি জমান না ফেরার দেশে।
শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে মৃত্যুবরণ করেন মুর্শেদ।
মাজহারুল ইসলাম মুর্শেদ নগরীর মজুমদারি কোনাপাড়ার বাসিন্দা। তিনি সিলেটের এমসি কলেজে পড়াশোনা করতেন বলে জানা গেছে। মুর্শেদ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক এবং মহানগর যুবদলের আসন্ন সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হতে চেয়েছিলেন বলে তার রাজনৈতিক সহকর্মীরা জানান।
ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসটি হলো- ‘ঘুমিয়ে কেন জীবন কাটাস?’ কইল ঋষি স্বপ্নে মোর, ‘আনন্দ-গুল প্রস্ফুটিত করতে পারে ঘুম কি তোর? ঘুম মৃত্যুর যমজ-ভ্রাতা, তার সাথে ভাব করিসনে, ঘুম দিতে ঢের পাবি সময় কবরে তর জনম-ভোর।’-কাজী নজরুল ইসলাম
জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন মুর্শেদ। রাতে বুকে প্রচণ্ড ব্যথায় আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি তার।
এসজি