হবিগঞ্জের সুজাত হাওরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাত হাওর থেকে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুস্পৃষ্টে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে সুজাতপুর হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা গ্রামের প্রদীপ দাশের ছেলে সঞ্জয় দাশ (৪৫) ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল মতিন (৪৮)।
ফায়ার সার্ভিসের দলনেতা পিযুষ কুমার দাস বলেন, নিহতেরা সুজাতপুর হাওরে একটি বৈদ্যুতিক তার ঝুলন্ত অবস্থায় ছিলো। সোমবার রাতে একটি বিয়ের নৌকা যাওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে হাওরে পড়ে নিখোঁজ হন এক ব্যক্তি।
ভোরের দিকে আরেকটি নৌকা যাওয়ার সময় আরও একজন সেই তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে প্রায় আট ঘণ্টার চেষ্টা চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এএজেড