'এক মাসের মধ্যে বিদ্যুৎ সমস্যাও নিরসন হবে'
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, 'দুই দেশের যুদ্ধের কারণে অনেক দেশই সাময়িক অসুবিধায় আছে। আগামী এক-দুই মাসের মধ্যে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এখন বিদ্যুতের জন্য আমাদের দেশের মানুষ কষ্ট করছেন তা আমরাও বুঝি। আগামী এক মাসের মধ্যে বিদ্যুতের সমস্যাও নিরসন হবে'।
বুধবার (১০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের হল রুমে বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেডের উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন মন্ত্রী।
এম এ মান্নান বলেন, 'গ্রামের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়া আছে, দরদ আছে, ভালোবাসা আছে। একদল দেশকে তিন মাস আগে শ্রীলঙ্কার কাতারে দেখতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। প্রধানমন্ত্রী শক্ত হাতে দেশের হাল ধরে আছেন। কোনোভাবেই দেশ বিপথগামী হবে না'।
তিনি আরও বলেন, 'বাংলাদেশ রাজা-বাদশার দেশ না। জনগণের ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে দেশ চালায়। বন্যার সময় বিএনপি ঢাকা থেকে ত্রাণ বিতরণ করেছে, আর আওয়ামী লীগ বানভাসি মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে। বিএনপি নেতারা ঢাকায় বসে বড় বড় কথা বলেন, কিন্ত জনগণের জন্য কোনও কাজ করেন না'।
অনুষ্ঠানে বৃহত্তর ডুংরিয়া গ্রামের ৮০ উপকারভোগীদের মধ্যে ফেরতযোগ্য ৫০ হাজার টাকা করে ৪০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। আত্মকর্মসংস্থানের জন্য এই ঋণ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে 'বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা' শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় এই ঋণের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়া সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন সভাপতিত্ব করেন। সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কর্মকর্তা মৃণাল কান্তি বিশ্বাস ও জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ প্রমুখ।
এএজেড