দিনাজপুরের বিরামপুরে
ইসলামী ব্যাংকের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
বিরামপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের থেকে প্রশিক্ষনার্থী সনদ গ্রহণ করছেন।
"আদর্শ গ্রাম বাংলাদেশর প্রাণ,আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক" এই শ্লোগানকে সামনে রেখে বিরামপুর ইসলামী ব্যাংক বাংলাদেশ শাখা'র উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর ) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংক পিএল সি শাখায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে এ এইচ এম রাশেদ কবির মন্ডলের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি জনাব এ কে এম শফিয়ার রহমান ভাইস প্রেসিডেন্ট জোন প্রধান রংপুর শাখা ,বিশেষ অতিথি হাসানুজ্জামান ভাইস প্রেসিডেন্ট প্রধান শাখা দিনাজপুর,বিপুল কুমার চক্রবর্তী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,মামুনুর রশিদ উপজেলা কৃষি কর্মকর্তা,নাসির উদ্দিন আর ডি এস বিরামপুর শাখা ,আবুল কালাম আজাদ প্রজেক্ট অফিসার,নেছার উদ্দিন সিনিয়র ফিল্ড অফিসার বিরামপুর,আয়শা সিদ্দিকা ও হোসনেয়ারা বেগম প্রমুখ।
এ সময় বিরামপুর উপজেলার ২৫০ জন পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানগন প্রশিক্ষণ কর্মসুচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন প্রকল্প কেন্দ্রের প্রধানদের মধ্যে থেকে ৯ জনকে পুরস্কার প্রদান করা হয়।