মহিমাগঞ্জে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান
ছবি: ঢাকাপ্রকাশ
গাইবান্ধার মহিমাগঞ্জ রেলস্টেশনে ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
রবিবার দুপুরে ৩ টায় কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপিটি প্রদান করেন।
স্থানীয়রা জানান, ''উত্তর জনপদের প্রবেশদার বৃহত্তর গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র রেলস্টেশন মহিমাগঞ্জ। গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র এই স্টেশনে ঢাকা গামী আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবি ছিল দীর্ঘদিনের। আওয়ামী সরকারের বৈষমের শিকার ছিলেন মহিমাগঞ্জের বাসিন্দারা।'' তাদের অভিযোগ বগুড়ার পাশের থানা হওয়ায় এতদিন আন্তঃনগর রেলসেবা থেকে বঞ্চিত ছিল মহিমাগঞ্জবাসী।
এদিকে গত ১১ সেপ্টেম্বর,২০২৪ইং তারিখে মহিমাগঞ্জ রেল স্টেশনে ট্রেন স্টপেজের দাবীতে বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ২ টি ট্রেন থামিয়ে দিয়ে আন্দোলন করেন স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের জনতা। স্থানীয় জনসাধারণের পক্ষে নেতৃত্বে ছিলেন রংপুর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং ছাত্রসমাজের পক্ষে আন্দোলনের নেতৃত্বে ছিলেন জিয়ন রহমান ও মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন ।
ঐদিন মহিমাগঞ্জের ছাত্র জনতার, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে রেল চলাচল স্বাভাবিক করেন গোবিন্দগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক। তিনি ঐদিন রেলওয়ের মহাপরিচালকের সাথে কথা বলে স্থানীয় ছাত্র জনতাকে ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের ব্যাপারে আশ্বস্ত করেন। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুর ৩টায় কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ৩২,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক, রংপুর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বর রবিউল ইসলাম খাজা, মহিমাগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুস সোবহান খাজা, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের কান্ট্রি কো অর্ডিনেটর হাসান তারেক, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক শাহাদৎ জামান সাইফ, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান ইদুল, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম তুষার । ছাত্রসমাজের পক্ষে জিয়ন ইসলাম,জুলফিকার ইসলাম, পলাশ ইসলাম জয় ও জাকির হোসেন সহ আরও অনেকে
উল্লেখ্য যে, মহিমাগঞ্জে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ভারী শিল্প রংপুর সুগার মিলস অবস্থিত। এছাড়াও এখানে আছে মহিমাগঞ্জ আলীয়া কামিল মাদ্রাসা। মহিমাগঞ্জ ও কোচাশহরে আছে হোসেয়ারি শিল্প যেখানে প্রতিবছর প্রায় ১০০০ কোটি টাকার মালামাল উৎপাদন হয়।