রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে প্রার্থিতা ফিরে পেলেন জাকির হোসেন
প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনে জাকির হোসেন সরকার। ছবি: ঢাকা প্রকাশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার।
আজ মঙ্গলবার দুপুর ৩ টায় নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের শুনানি শেষে জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে ২০০১ সালের একটি পুরাতন মামলার তথ্য গোপন করার অভিযোগে জাকির হোসেন সরকারের মনোনয়ন স্থগিত করেছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। পরে আপিল করে মঙ্গলবার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান তিনি ।
এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে খুশির জোয়ার ভাসেছেন জাকির হোসেন সরকারের সমর্থকরা। এ বিষয়ে জাকির হোসেন সরকার বলেন, ‘এ বিজয় মিঠাপুকুরের জনগনের’।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন জাকির হোসেন সরকার। আসন্ন নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। গত ১৮ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন তিনি ।
জাকির হোসেন সরকার ৩৭ বছর ধরে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২য় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।
এই সংসদীয় আসনটিতে (রংপুর-৫ মিঠাপুকুর) আওয়ামী লীগের মনোনয়োন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।