রংপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের মনোনয়নপত্র স্থগিত
ছবি: সংগৃহীত
২০০১ সালের একটি পুরাতন মামলার তথ্য গোপন করায় এবার রংপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। জাকির হোসেন সরকার সদ্য পদত্যাগকৃত মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান ছিলেন।
রোববার সকালে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের মনোনয়ন স্থগিত করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।
জানা যায়, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকতার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি মনোনয়ন ফরমে অন্যান্য মামলার তথ্য উল্লেখ করলেও একটি মামলার তথ্য উল্লেখ থেকে বিরত থাকেন।
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, ’আমি ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নৌকার প্রার্থী ছিলাম । এবং বড় ব্যবধানে নির্বাচিত হয়েছি । তখন এসকল প্রশ্ন আসেনি । আর বর্তমান ২০২৪ সালের নির্বাচনে ২০০১ সালের একটি পুরাতন মিথ্যা মামলা, যেখানে আমার নাম, বাবার নাম, গ্রামের নাম ঠিক নেই । যে মামলা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে । সেই মামালার জের ধরে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে ।’
তিনি বলেন, ’আমি আশা করবো জেলা প্রশাসক মহাদ্বয় বিষয়টি তদন্ত করে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করবেন।’
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, জাকির হোসেন সরকার মনোনয়ন ফরমে একটি মামলার তথ্য মিসিংয়ের কারণে মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত দেয়ার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংসদীয় আসনটিতে (রংপুর-৫ মিঠাপুকুর) আওয়ামী লীগের মনোনয়োন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।