গোবিন্দগঞ্জে পুলিশের হাতে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নিয়েছে স্থানীয় নারীরা

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে আজ রোববার সকাল থেকে সারাদেশে জেলা ও উপজেলার নেতা-কর্মীরা মিছিল বের করেন। বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। কোথাও কোথাও পুলিশ পাল্টা শটগানের গুলি ছুড়লে উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ বাধে।
সারাদেশে চলমান বিএনপি-জামায়াতের ডাকা হরতালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকালে হরতালের প্রতিবাদে রংপুর সুগার মিলের সামনে মিছিল ও অবস্থান করেন। এ সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশ এসে কয়েক জনকে আটক করেন। এই আটকের খবর স্থানীয়দের ভিতর ছড়িয়ে পরলে স্থানীয় নারীরা এসে পুলিশের হাত থেকে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যায়। এখন এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
