রসিক কাউন্সিলর শিপলু সাময়িক বহিষ্কার
রংপুরের সড়ক ও জনপদ বিভাগের জমি জাল দলিল করে বিক্রি সংক্রান্ত মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ায় সাময়িক বরখাস্ত হলেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু। তিনি নগরীর তাজহাট মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শিপলুকে সাময়িক বরখাস্ত করে সোমবার (১৫ মে) প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, শিপলু রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত সিআর ১৭২/৭২ মামলায় দণ্ডবিধি ১৮৬০ এর ৪২০ ধারায় এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ থাকায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ১২ ধারার উপধারা-১ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া একই আইনের ১৩ ধারার ৩ উপধারা অনুযায়ী স্থায়ীভাবে অপসারণের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।
জাকারিয়া আলম শিপলু সড়ক ও জনপদ বিভাগের জমি জাল দলিল করে বিক্রি সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত, তিনটি মামলার ওয়ারেন্টভুক্তসহ ৮ মামলার আসামি, সিটি নির্বাচনের হলফনামায় তথ্য গোপন, চিরস্থায়ী বন্দোবস্ত কবরস্থানের জমি বেদখল, মাদকে পৃষ্ঠপোষকতাসহ গড়ে তোলা বাহিনী মাধ্যমে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, রংপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জমি দখল, বাড়ি নির্মাণে বাধা দেওয়া, ভাঙচুর, মারপিট, চাঁদাবাজির অভিযোগে ২৪৪/২২ এবং ১৮১/২২ নম্বর মামলা এবং বিদ্যুৎ কোর্টে বিল বকেয়া রাখার কারণে ৪০৫৪/২১ নম্বর মামলায় ওয়ারেন্ট ছিল। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া তিনি একটি মামলার এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। ওয়ারেন্টগুলো আগেই আদালত জারি করলেও প্রক্রিয়াগতভাবে ওয়ারেন্টগুলো আমাদের কাছে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এসজি