টানা ৪ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায়

টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপামাত্রা অবস্থান করছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায়। রবিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।
এদিকে রবিবার রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট। সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে যানবাহন। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের কুয়াশা কমে স্বাভাবিক হয়ে যায়।
সাধারণ মানুষেরা জানান, গত দুই-তিন ধরে বেশী শীতের অনুভব হয়েছে। আগে পাতলা জামা-কাপড় পড়ে বের হতো। এখন মোটা কাপড় পড়ে বের হতে হচ্ছে।
এ ব্যাপারে তেতুঁলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা আরো কমে শীতের তীব্রতা আরো বাড়বে।
এসআইএইচ
