পঞ্চগড়ে নৌকাডুবি: নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ১০ হাজার টাকা করে মানবিক সহায়তা দেওয়া হয়।
মজাহারুল হক প্রধান বলেন, পঞ্চগড় জেলার ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। টাকা পয়সা দিয়ে এসব পরিবারের শোক নিবারণ করা কোনোভাবেই সম্ভব নয়। আমার নির্বাচনী এলাকা না হলেও আমি এসব দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমি নিজেও অসুস্থ। তারপরও নৌকাডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে ১০ হাজার টাকা করে মানবিক সহায়তা দিলাম। আশা করি বিত্তবানরাও এসব পরিবারের সহায়তায় এগিয়ে আসবেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকসহ নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসজি
