স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে সংঘর্ষ, নিহত ছাত্র
রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের খেতাবের পাড়া পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষকদের দুই গ্রুপের সংঘর্ষে অষ্টম শ্রেণির ছাত্র আকাশ নিহত হয়েছে। চার পুলিশ সহ ৪০ জন আহত হয়েছেন। এই ঘটনায় স্কুলের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত আকাশ পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল অনন্তরামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তার বাবা ঢাকায় একটি গার্মেন্টে কাজ করে বলে জানিয়েছেন তার মামা মনসুর আলী।
পুলিশ জানিয়েছে, খেতাবের পাড়া পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক নুরন্নবী গ্রুপের সঙ্গে সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম গ্রুপের মধ্যে সোমবার সকালে প্রথমে বাগবিতন্ডা পরে সংঘর্ষে রূপ নেয়। দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষই লাঠি, বল্লম ও ছোড়াসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর সংঘর্ষে লিপ্ত হয়। ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকাশ বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়ালের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই সময় ওসি সহ পুলিশের ওপর চড়াও হলে ওসি আব্দুল আউয়াল, এসআই আকতার ও দুই নারী পুলিশ সহ কমপক্ষে ৪০ জন আহত হন। রংপুর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পীরগঞ্জ থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানান, স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রæপের মাঝে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকেও অবরুদ্ধ করে রাখে। তাদের হামলায় ওসি আব্দুল আউয়ালসহ চার পুলিশ আহত হন। পরে সার্কেল এএসপির নেতৃত্বে রংপুর থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএজেড