'রেলকে লাভজনক করতে কাজ করছে সরকার'
পঞ্চগড়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সম্পদকে ব্যবহার করে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তিরত করতে কাজ করছে সরকার। রেলের জায়গায় কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, বড় মার্কেট তৈরী করে রেলের আর্নিং পয়েন্ট করার জন্য কাজ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রেলের সম্পদকে যথাযথ ব্যবহার করে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করতে কাজ করছে সরকার। তিনি আজ শনিবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের চলমান বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড পরিদর্শনকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও রেলের ভাড়া বৃদ্ধি না করা হয়নি। প্রধানমন্ত্রী মনে করেন রেল মানুষের সেবায় জন্য। রেলকে লাভ বা লোকসানের বিষয় মনে করার সুযোগ নেই। আগের সরকার গুলো রেলের কি অবস্থা করেছিল।
পঞ্চগড়ে কয়টা ট্রেন চলতো। আমি দ্বায়িত্ব পাওয়ার আগে দুইটি ও পরে আরো একটি ঢাকার ট্রেন চালু করা হয়েছে। এছাড়া রাজশাহী ও রংপুরে চলাচলের জন্য বাংলাবান্ধা এক্সপ্রেস ও দোলনচাঁপা এক্সপ্রেস চালু করা হয়েছে। রেলকে সহজতর করতে কাজ করা হচ্ছে।
এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের ল্যান্ড এন্ড বিল্ডিংয়ের ডেপুটি কমিশনার পূর্নেন্দু দেব সহ রেলওয়ে বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এএজেড