বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ছাত্রলীগ নেতা বহিষ্কার
গত সোমবার (১৫ আগস্ট) শোক দিবসের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঠাকুরগাঁওয়ে আরিফ খান জয় নামে এক ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরিফ খান জয় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আরিফ খান জয়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে আগামী ৩ দিনের মধ্যে লিখিত জবাব চেয়েছে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে তার লিখিত জবাব সন্তোষজনক না হলে তাকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা আরিফ খান জয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, গত ১৫ আগস্ট শোক দিবসের এক র্যালিতে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আরিফ খান জয়। এর সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বহিষ্কার ও ৩ দিনের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে নোটিশ দেওয়া হয়েছে।
এসজি/