হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক
নওগাঁর বদলগাছীতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার ১০ ঘণ্টা পর ঘাতক স্বামী আব্দুস সোবহান(৩৮) কে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) উপজেলার চকগোপীনাথপুর গ্রাম থেকে তাকে আটক করেছে র্যাব-৫। আটক সোবহান চকগোপীনাথপুর গ্রামের মৃত মোসলেমের ছেলে।
মঙ্গলবার রাত ৯টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক কোন্দলের কারণে সোমবার (১৫ আগষ্ট) বিকাল ৩টায় অভিযুক্ত স্বামী আব্দুস সোবহানের স্ত্রী সাবিনা আক্তারের সঙ্গে তার শাশুড়ি শাহেরা খাতুনের (৫৫) ঝগড়া বাধে। ঝগড়া চলাকালীন আব্দুস সোবহান হাতুড়ি দিয়ে সাবিনা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় সাবিনাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে প্রতিবেশিরা। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় সাবিনা আক্তার মারা যান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি জানার পর উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. মাসুদ রানা এবং সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বদলগাছীতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় উপজেলার চকগোপীনাথপুর থেকে ঘাতক আব্দুস সোবহানকে আটক করা হয়। তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।