ঘুষের টাকা ফেরত শর্তে প্রতারকের বাড়ি থেকে লাশ বাসায়
পঞ্চগড় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের প্রধানপাড়া দারুল ফালাহ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি জুলফিকার আলী প্রধানের বাসায় লাশ রেখে ঘুষের টাকা উত্তোলন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়ভাবে বৈঠকে বিষয়টির সমাধান হয়। বৈঠকে ১২ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা ফেরত দেয়ার শর্তে লাশ নিয়ে যাওয়া হয়।
নগদ এক লাখ টাকা ও পাঁচ লাখ টাকার একটি চেক দিয়ে দুই মাসের মধ্যে টাকা পরিশোধ করবেন মর্মে মুচলেকা দেন জুলফিকার। এরপর রাত সাড়ে তিনটায় দবিরুলের পরিবারসহ স্থানীয়রা লাশ নিয়ে যান। শুক্রবার সকাল ১০ টায় গোরস্থানে দবিরুল ইসলামের লাশ প্রধানপাড়া গোরস্থানে দাফন করা হয়।
আরো পড়ুন: ঘুষের টাকা ফেরত পেতে লাশ নিয়ে প্রতারকের বাড়িতে অনশন
সাতমেরা ইউনিয়নের ইউপি সদস্য হেলালউদ্দীনের নুনিয়াপাড়াস্থ বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাতমেরা ইউনিয়নের ইউপি সদস্য হেলালউদ্দীন, জগদল বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর প্রধান, সাধারণ সম্পাদক আবু তাহের, দবিরুল ইসলামের ভাই বদিরুল ইসলাম, ছেলে আব্দুস সবুর প্রধান, জুলফিকার আলী প্রধান, পঞ্চগড় সদর থানা পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়।
দবিরুল ইসলামের ছেলে আব্দুস সবুর প্রধান জানান, জুলফিকার আলী প্রধানকে ৬ লাখ টাকা মাফ করে দেয়া হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, লাশ রেখে অনশন করার বিষয়টি খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গভীর রাতে উভয়পক্ষ বসে ৬ লাখ টাকা ফেরত দেয়া সাপেক্ষে বিষয়টির মিমাংসা হয়।
এর আগে স্থানীয় এবং মৃত দবিরুলের পরিবার জানান, প্রধানপাড়ার দারুল ফালাহ দাখিল মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে দবিরুল তার ছেলে জাকিরুল ইসলামের চাকরির জন্য দুই বছর আগে মাদ্রাসার তৎকালীন সভাপতি জুলফিকার আলম প্রধানকে ১২ লাখ টাকা দেন। কিন্তু দুই বছর পার করে মাসখানেক আগে তার ছেলে জাকিরুলকে চাকরি দিতে অপারগতা প্রকাশ করেন প্রতারক জুলফিকার আলম।
এক পর্যায়ে গত ১৫ দিন পূর্বে আবারও টাকা ফেরত চায় দবিরুল কিন্তু টাকা না পেয়ে দবিরুল উল্টো জুলফিকার আলম ও তার পরিবারের কাছে লাঞ্ছনার শিকার হয়। এদিকে অপমান সইতে না পেরে দবিরুল হার্ট স্ট্রোক করেন। পরে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা হলেও ফেরত চাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।
এএজেড