'উন্নয়নের দোহাই দিয়ে কোন কিছু আড়াল হবে না'
রংপুর নগরীর পায়রা চত্বরে অনুষ্ঠিত জাতীয়পার্টি (এ) প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টির নেতারা বলেছেন। উন্নয়নের দোহাই দিয়ে সরকার অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ঘটনা আড়াল করতে পারবে না। দিন যত যাচ্ছে সবকিছুই জনসম্মুখে উঠে আসছে। যেভাবে জ্বালানি তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, তাতে সরকারের উন্নয়ন চাপা পড়েছে।
বর্তমান বাজারে হু হু করে জিনিসপত্রের দাম বাড়তে থাকায় জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতা কমছে। সরকারের একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তে দেশের মানুষ এখন দুর্বিষহ জীবনযাপন করছে।
বুধবার দুপুরে জ্বালানি তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,অর্থপাচার এবং ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জাতীয় পার্টির নেতারা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার প্রধান ছাড়া জনগণ এখন আর কারও প্রতি আস্থা রাখতে পারছে না। ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রী থেকে শুরু করে দলের সবাই এখন লুটপাটে ব্যস্ত। তাদের উন্নয়নের বুলি এখন জনগণ আর শুনতে চায় না। জনগণ এখন একটু সুখে থাকতে চায়।
দেশের মানুষ এরশাদের শাসনামলের মতো সুখ খুঁজছে। বিএনপির পর এখন আওয়ামী লীগ সরকারও জনগণের চাওয়া-পাওয়া পূরণে ব্যর্থ। এ কারণে মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।
বক্তারা আরো বলেন, আগামীতে দেশ ও জনগণের স্বার্থে যে কোনো আন্দোলন-সংগ্রামে দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে রাজপথে নামতে প্রস্ততি নেওয়ার আহ্বান জানান পার্টির শীর্ষ নেতারা।
এএজেড