বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

ছবিঃ ঢাকাপ্রকাশ

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। ‘একুশের ভোরে আমি আজো পাই নতুন প্রত্যয়’ প্রতিপাদ্য সামনে নিয়ে নওগাঁয় বইমেলা শুরু হয়। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে শতকন্ঠে কালজয়ী ভাষার গান ও সুরনন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় দেশের গান ও উচ্চারণ পাঠশালার শিক্ষার্থীদের আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠিত হয়।

একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী জানান, এবারের মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রকাশনা ও বই বিক্রেতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বইয়ের স্টল ছাড়াও মেলায় হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্যসামগ্রীর স্টল রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন এটি হবে স্থানীয় লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। এ ছাড়া স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

মেলায় সাত দিন ধরে একুশে পরিষদের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, সুন্দর হাতে লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নওগাঁর স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিন ২১ ফেব্রুয়ারি সাহিত্য, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় একুশে পরিষদের উদ্যোগে গুণী ব্যক্তি ও সংগঠনকে একুশে পদক দেওয়া হবে।

Header Ad
Header Ad

মাধবপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নারীসহ পাঁচজন আটক

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত থেকে এক ভারতীয় নারীসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় হরষপুর বিওপির টহলদল তাদের আটক করে।

আটককৃতরা হলেন—চট্টগ্রামের রাউজান উপজেলার স্বপ্না ধর (৫৫), মুক্তা রানি দাস (৩৭), বর্ষা ধর (২৩) ও প্রিয়া দে (৩০)। এছাড়া ভারতের আসামের শীলচরের কৃষ্ণা দে (৪৭) নামের এক নারীও আটক হয়েছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা মানব পাচারকারীদের সহায়তায় টাকার বিনিময়ে ভারতের আসামে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় সীমান্ত টহলদল তাদের পথরোধ করে আটক করে। তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক কৃষ্ণা দে জানিয়েছেন, তিনি এক মাস আগে আসাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং চট্টগ্রামের আত্মীয়দের বাড়িতে অবস্থান করছিলেন।

এ বিষয়ে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ ইমতিয়াজ জানান, আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

৭০ সচিবসহ ১০৬ জনের অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত

অফিসার্স ক্লাব ঢাকা। ছবি: সংগৃহীত

ঢাকার সিভিল সার্ভিস কর্মকর্তাদের সর্বোচ্চ সংগঠন ‘অফিসার্স ক্লাব’ বর্তমান কমিটির পক্ষ থেকে ১০৬ জন সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছে। এদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ ৭০ জন সচিব রয়েছেন।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সাবেক সংসদ সদস্য এবং পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা অফিসার্স ক্লাবকে রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন।

গত বছরের ৩০ নভেম্বর অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় এই সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সম্প্রতি সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। সদস্যপদ স্থগিত হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই বর্তমানে কারাগারে রয়েছেন।

সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, "কোনো কারণ ছাড়া আমাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ বা কারণ জানায়নি।"

তিনি আরো বলেন, "আমি তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। কিন্তু আমার সঙ্গে এমন অযাচিত আচরণ করা হচ্ছে, যা আমি মেনে নিতে পারি না।"

অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক এবিএম আব্দুস সাত্তারকে ফোন করা হলেও তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

সদস্যপদ স্থগিতের তালিকায় রয়েছেন যারা- সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সাবেক মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক জনপ্রশাসন সচিব আব্দুস সোবহান সিকদার, সাবেক সচিব ইকবাল মাহমুদ, সাবেক সচিব কামাল উদ্দিন তালুকদার, সাবেক সচিব নাসিমা বেগম, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, সাবেক সচিব ও এমপি ড. মোহাম্মদ সাদিক, সাবেক সচিব ও দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, মমিনুন্নেছা মহিলা কলেজ, ময়মনসিংহের অধ্যক্ষ কাজী কাইয়ুম শিশির, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মোহাম্মদ জায়েদুল আলম, ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক সচিব ও মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, সাবেক সচিব ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম, সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব সাজ্জাদুল হাসান।

সাবেক সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক সচিব লোকমান হোসেন মিয়া, সাবেক সচিব আবদুল মান্নান, সাবেক সচিব আবু হেনা মোরশেদ জামান, সাবেক সচিব আবদুল মান্নান হাওলাদার, সাবেক সচিব ওয়াহিদা আক্তার, সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, সাবেক সচিব মো. মহিবুল হক, সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম, সাবেক সচিব এম এ এন সিদ্দিক, সাবেক সচিব শাহজাহান আলী মোল্লা, সাবেক সচিব ইকবাল খান চৌধুরী, সাবেক সচিব শ্যামল কান্তি ঘোষ, সাবেক অতিরিক্ত সচিব মো. আনছার আলী খান, সাবেক সচিব বরুণ দেব মিত্র, সাবেক সচিব মরতুজা আহমদ, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেন, সাবেক সচিব সুরাইয়া বেগম, সাবেক সচিব ড. এম. আসলাম আলম, সাবেক সচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা, সাবেক সচিব চৌধুরী বাবুল হাসান, সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার, সাবেক সচিব আবদুল মালেক, সাবেক সচিব জিল্লার রহমান, সাবেক সচিব ইব্রাহীম হোসেন খান, সাবেক সচিব সম্পদ বড়ুয়া, সাবেক সচিব পবন চৌধুরী, সাবেক সচিব অপরূপ চৌধুরী, সাবেক সচিব শামসুদ্দিন আজাদ চৌধুরী, সাবেক সচিব আখতারী মমতাজ, সাবেক সচিব শাহ কামাল।

সাবেক সচিব প্রশান্ত কুমার রায়, সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক সচিব মেজবাহ উদ্দিন, সাবেক সচিব ও উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক সচিব ও উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সাবেক যুগ্ম সচিব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, নাটোরের সাবেক ডিসি আবু নাছের ভূঞা, সাবেক জনপ্রশাসন সচিব ফয়েজ আহমদ, সিএমপির সাবেক কমিশনার কৃষ্ণপদ রায়, সাবেক ডিআইজি বিনয় কৃষ্ণ বালা, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান, সাবেক ডিসি মো. মোখলেছুর রহমান, সাবেক সচিব আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান, সাবেক সচিব জাফর আহমদ খান, সাবেক মো. আখতার হোসেন, সাবেক সচিব খান মো. বেলায়েত হোসেন, সাবেক সচিব ও এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম, সাবেক সচিব মো. আবুল মনসুর, সাবেক আইন সচিব মো. গোলাম সারওয়ার, সাবেক জনপ্রশাসন সচিব কে. এম. আলী আজম, সাবেক পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, সাবেক সচিব অশোক মাধব রায়, সাবেক সচিব নাছিমা বেগম, সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব খান।

সাবেক অতিরিক্ত কমিশনার, ডিবি মোহাম্মদ হারুন অর রশিদ, উপ কর কমিশনার মহিদুল ইসলাম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মেহনাজ মোশারফ, সহকারী কর কমিশনার লিংকন রায়, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোবাশ্বেরা হাবিব খান, ঢাকা মেডিকেল কলেজের রেজিস্ট্রার গাইনি ডা. লায়লা খায়রুন নাহার, স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি ইফতেখারুল আমিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. যোবায়ের আনম চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ওয়ালিদ বিন কাশেম, সহকারী পুলিশ কমিশনার সচিব মো. শিবলী নোমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাবিলা তাবাসসুম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সৈয়দ এনাম রেজা, সহকারী এ্যরোডম কর্মকর্তা মাহমুদুল হক সৈকত, সাবেক এপিডি মো. নাজমুছ সাদাত সেলিম, সাবেক জনপ্রশাসন সচিব শেখ ইউসূফ হারুন এবং সাবেক সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত।

Header Ad
Header Ad

বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি

বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি। ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে যখন ডিজি পর্যায়ে বৈঠক চলছে ঠিক তখনই ভারত-বাংলাদেশ সীমান্তের একাংশে মঙ্গলবার থেকে কারফিউ জারি করা হয়েছে। আসামের কাছাড়ের ভারত-বাংলাদেশ সীমান্তে এই রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

ঈদের মুখে অনুপ্রবেশ ও পণ্য এবং গবাদি পশুর পাচার ঠেকাতেই এই কড়াকড়ি বলে মনে করা হচ্ছে।

অবশ্য আসামের কাছাড় জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ কার্যকলাপ রোধ করতে ভারত-বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার জেলাশাসক মৃদুল যাদব এই সংক্রান্ত আদেশ জারি করেছেন। আদেশ অনুসারে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে রাত্রিকালীন কারফিউ এবং অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, রাত্রিকালীন কারফিউ জারি করার লক্ষ্য হচ্ছে চরমপন্থীদের গতিবিধি রোধ করা। এছাড়াও সীমান্তে পণ্য ও গবাদি পশুর অননুমোদিত পরিবহণ আটকানো। কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে নজর রাখাও এর উদ্দেশ্য। নতুন এই নির্দেশিকা অনুযায়ী, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ১ কিলোমিটার এলাকার মধ্যে কোনও ধরনের যাতায়াত করা যাবে না। এদিকে ভারতের কাছাড়ের দিকে সুরমা নদী বা এর তীরেও রাতে সব ধরনের গতিবিধির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

পাশাপাশি সুরমা নদীতে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র যে সব স্থানীয় বাসিন্দারা আগে থেকে কাটিগোরার সার্কেল অফিসারের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছেন, তাঁরাই সুরমা নদীতে মাছ ধরতে পারবেন।

অন্যদিকে কাছাড় জেলায় বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যে চিনি, চাল, গম, ভোজ্য তেল এবং লবণের মতো জিনিসপত্র বহনকারী যানবাহন, গাড়ি বা রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অবশ্য স্থানীয় সাপ্লাই অফিসারের অনুমোদন নিয়ে স্থানীয়রা এই সব পণ্য বহন করতে পারবেন।

কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানিয়েছেন যে, তারা সীমান্তে রাত্রিকালীন টহল জোরদার করেছেন। বিএসএফ জওয়ানদের সাথে সহযোগিতায় ভারত-বাংলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে কাছাড় পুলিশ। যৌথ ভাবে রাতে টহলদারি চলছে।
তবে হঠাৎ কেন এই কড়াকড়ি এর কোনও নির্দিষ্ট কারণ জানা যায়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাধবপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নারীসহ পাঁচজন আটক
৭০ সচিবসহ ১০৬ জনের অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত
বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি
এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, রুটিন প্রকাশ
উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার
শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে গ্রেফতার
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে: আসিফ মাহমুদ
ছাত্রদল-শিবিরের ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি: আসিফ নজরুল
বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন
সব ক্যাম্পাসে কুয়েটে ছাত্রদলের হামলার ভিডিও দেখাবে বৈষম্যবিরোধীরা
ঈদে নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি
ভারতের জন্য ২১ মিলিয়ন ডলারের সহায়তা বাতিলে সমর্থন ট্রাম্পের  
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত  
ধারালো অস্ত্র হাতে সেই যুবদল নেতা মাহবুবকে বহিষ্কার  
‘তৌহিদী জনতা’ বলায় দুঃখপ্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ  
সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু  
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না : হাসনাত  
চ্যাম্পিয়নস ট্রফির লড়াই শুরু আজ