শিবগঞ্জ-মালদা সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে বিজিবি-বিএসএফের উত্তেজনা
ছবি: সংগৃহীত
ভারত-বাংলাদেশ সীমান্তে মালদহের বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায় এবং বাংলাদেশের রাজশাহীর শিবগঞ্জ থানার উল্টোদিকে কাঁটাতারের বেড়া বসানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার মালদহের কালিয়াচক-৩ ব্লকের বাখরাবাদ পঞ্চায়েত এলাকার সীমান্তে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবি তা নিয়ে আপত্তি তোলে।
বিজিবির দাবি, উক্ত অঞ্চলটি বাংলাদেশের মধ্যে পড়ে এবং সেখানে বিএসএফ বেড়া দিতে পারে না। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সীমান্তের দুই পাশের গ্রামবাসীরা জড়ো হন।
তবে বিএসএফের দাবি অনুযায়ী, সীমান্তের এই উন্মুক্ত অংশে কাঁটাতার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজ চলছে। মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান, সমস্যা সৃষ্টি হলেও তা সমাধান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের এই অংশ দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল। সাম্প্রতিক সময়ে একাধিক অনুপ্রবেশের ঘটনার প্রেক্ষিতে বিএসএফ উন্মুক্ত জায়গায় কাঁটাতার বসানোর উদ্যোগ নেয়। এই পদক্ষেপ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সীমান্ত সুরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে বিজিবি ও বিএসএফের মধ্যে এই উত্তেজনা দুই দেশের সীমান্তের শান্তি ও সহযোগিতার ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।