‘আমার ভাইয়ের রক্তের বিচার দিলাম আল্লাহকে’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সাধারণ শিক্ষার্থীরা। ছবি: ঢাকাপ্রকাশ
কোটা আন্দোলনে নিহতদের বিচার দাবিতে ‘আমার ভাইয়ের রক্তের বিচার দিলাম আল্লাহকে’ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদ থেকে সাধারণ শিক্ষার্থীরা গণমিছিল বের করার চেষ্টা করলে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনী তাদের পথ রোধ করলে শিক্ষার্থীরা মসজিদ প্রাঙ্গণেই বৃষ্টিতে ভিজে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর মডেল থানার ওসি জাহিদুল হক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল বিক্ষোভকারীদের সঙ্গে প্রায় ১৫ মিনিট ধরে আলাপ করার পর বিক্ষোভ শেষে মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ও বিজিবি’র টহলের পাশাপাশি নওগাঁ মডেল মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়।
কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুল-কলেজের দুই শতাধিক সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।