পুলিশের হাতে কামড়, গ্রেপ্তার হলেন মহিলা ভাইস-চেয়ারম্যান
গ্রেপ্তার মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা। ছবি: সংগৃহীত
এক নারী কনস্টেবলের হাত কামড়ে দেয়া এবং অপর এক নারী কনস্টেবলকে মারধরের অভিযোগে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলা সদরে (বাজারে) কনস্টেবল শান্তনা মহান্তের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কনস্টেবল শান্তনা মহান্ত ও সাথী রানি শীলকে মারধর করে আহত করেন নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা। শেখ হাবিবা কনস্টেবল শান্তনা মহান্তের বাম হাতের কবজিতে কামড় দেন। আহত অবস্থায় শান্তনা ও সাথী মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তারা দুজন মোহনপুর থানায় কর্মরত। এই ঘটনার রাতে কনস্টেবল শান্তনা মহান্ত বাদী হয়ে মোহনপুর থানায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা গেছে, এক বছর আগে নারী ভাইস চেয়ারম্যান হাবিবা সোলায়মান নামের এক এসআইয়ের ওপর হামলা চালান। শুধু তাই নয়, হাবিবার বিরুদ্ধে কনস্টেবল দোলা রানির ওপরও হামলার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি বাকশিমুইল ইউনিয়ন পরিষদের সদস্য খালেদা খাতুন ও মোখলেসুর রহমানকে জনসম্মুখে লাঞ্ছিত করেছেন। এসব ঘটনায় হাবিবার বিরুদ্ধে মোহনপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, দুজন নারী কনস্টেবলের ওপর হামলা মামলায় আজ বিকেলে শেখ হাবিবাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে হাবিবার বিরুদ্ধে কনস্টেবল শান্তনা মহান্ত বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। মূলত এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।