উপজেলা নির্বাচন: নওগাঁয় ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪১টি!
নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর উপজেলায় ভোটগ্রহণ চলছে। ছবি: ঢাকাপ্রকাশ
উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে একযোগে এই তিন উপজেলার ৩২৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলো ছিল প্রায় ভোটার শূন্য ও ফাঁকা। শহরের কেডির মোড়ে নওগাঁ কৃষ্ণধন (কে.ডি.) সরকারি উচ্চ বিদ্যালয়ে দুপুর ১২টায় গেলে দেখা যায়, ওই কেন্দ্রের সবগুলোতে দীর্ঘ সময়েও ভোটার না আসায় কক্ষে বসে অলস সময় পার করছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং এজেন্টরা।
দুপুর ১২টায় কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. আইনুল হক ঢাকাপ্রকাশকে বলেন, সবমিলিয়ে ভোটকক্ষে চার ঘণ্টায় ৪১টি ভোট পড়েছে। আমাদের এই কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৯২৩ জন। কি কারণে ভোটার উপস্থিতি কম এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যান।
একই চিত্র দেখা যায় নওগাঁ জিলা স্কুল কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১১। দুপুর ১২ টা পর্যন্ত ৪২টি ভোট পড়েছে বলে জানান দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. ইলিয়াছ হোসেন।
এছাড়া চক এনায়েত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৬৮ দুপুর ১২ টা পর্যন্ত ৪৯ ভোট পড়েছে বলে জানান দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. জয়নুল আবেদিন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার নওগাঁ সদর, মহাদেবপুর ও মান্দা উপজেলায় চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩জন। এ তিন উপজেলায় মোট ভোটার ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন।
এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, দুপুর ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলায় ৭ দশমিক ৬৭ শতাংশ, মহাদেবপুর উপজেলায় ১৫ দশমিক ৪৩ শতাংশ এবং মান্দা উপজেলায় ১০ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।