নওগাঁয় দুই দিনব্যাপী লেখক সম্মেলন শুরু
ছবি : ঢাকাপ্রকাশ
আনন্দ-আড্ডা, আবৃত্তি আর নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়েছে নওগাঁ সাহিত্য পরিষদের দুই দিনব্যাপী লেখক সম্মেলন-২০২৪। শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় নওগাঁ সাহিত্য পরিষদের সদস্যদের নওগাঁ বিজয়স্তম্ভ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু করেন।
সকাল ১০টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী লেখক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
উদ্বোধনের পরপরই লেখক সম্মেলনে অংশগ্রহণকারী কবি ও সাহিত্যিকদের নৃত্যর তালে তালে স্বাগত জানানো হয়।
উদ্বোধনী পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামসুল আলম। কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাহফুজ ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সাংস্কৃতিক কর্মকর্তা তাইফুর রহমান, রাজশাহী কবিকুঞ্জর সাধারণ সম্পাদক আরিফুল হক, কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।
উদ্বোধনী দিনে কবিকণ্ঠে কবিতা পাঠ, কবির সামনে কবিতা পাঠ, সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের প্রাণাবন্ত অংশগ্রহণে মুখর ছিল প্রেস ক্লাব মিলনায়তন। এই সম্মেলন নওগাঁ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দুই শতাধিক কবি-সাহ্যিতিক অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় নওগাঁ সাহিত্য পরিষদের পক্ষ থেকে দুইজন ব্যক্তিকে ‘কাহ্নপা সাহিত্য পদক-২০২৪’ প্রদান করা হবে। এবার সম্মাননা পাচ্ছেন, কবিতায় আমিনুল ইসলাম ও ছোটকাগজ সম্পাদনায় মিজানুর রহমান।