রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলতাফ হোসেন উপজেলার গোড়শাহী মধ্য পাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

খবর পেয়ে শুক্রবার (১ মার্চ) সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় এমপির প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এর আগে বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতবাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম জানান, বাবা আমাদের বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে বসবাস করতো। বৃহস্পতিবার মধ্যে রাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন লাগা দেখতে পায় স্থানীয় এক বাসিন্দা। তিনি চিৎকার শুরু করলে আমরা আগুন লাগার বিষয়টি দেখতে পাই। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। কিন্তু আগুন নেভানোর আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা যায়। এবং একইসাথে দুটি ছাগল পুড়ে গেছে। পাশাপাশি ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহাবুবুর রহমান আগুনের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান, ঘটনাটি জানার পরে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এরই মধ্যে নিহতের পরিবারের মাঝে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে। এবং কিছু শুকনা খাবার দেয়া হয়েছে।

এদিকে ঘটনা শোনার পর নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

 

Header Ad
Header Ad

স্বাধীনতা দিবসে এবারও হচ্ছে না কুচকাওয়াজ: স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এবারের স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সভা শেষে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, “আমরা আনন্দ করার মেজাজে নেই, তাই এবারও ২৬ মার্চ কুচকাওয়াজ হচ্ছে না। গত বিজয় দিবসেও কুচকাওয়াজ হয়নি।” তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, “আমরা ওয়ারমুডিং আছি, আনন্দ করার মেজাজে নাই।”

সভার সিদ্ধান্ত সম্পর্কে সচিব জানান, রমজান, স্বাধীনতা দিবস ও ঈদের ছুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শ্রমিকদের বেতন ও ভাতা নির্ধারিত সময়ে প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করা হয়েছে। এছাড়া ঈদযাত্রায় চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে এবং শপিংমলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা কোনো হুমকি দেখছি না। নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।”

পোশাক শ্রমিকদের ঈদের ছুটি অন্যান্য বছরের মতো ধাপে ধাপে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। সচিব জানান, মালিকরা এ বিষয়ে পরিকল্পনা করবেন, তবে শ্রমিকদের বেতন ও ভাতা সময়মতো প্রদান নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ঈদের সময় ঢাকায় চুরি-ডাকাতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পুলিশ আগে থেকে আরও শক্তিশালী হয়েছে এবং সর্বাত্মক প্রস্তুতি থাকবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কিনা জানতে চাইলে তিনি বলেন, “সেটা আপনারা বিবেচনা করবেন।”

Header Ad
Header Ad

বাংলাদেশের নির্বাচন হবে আন্তর্জাতিক মানের, আশা ইউরোপীয় ইউনিয়নের

সিইসি নাসির উদ্দিন ও ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। আজ রোববার আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠেয় বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মিলার বলেন, বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনে গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি নিচ্ছে, আমরা তা জানতে এসেছি। নির্বাচন কমিশন কী কাজ করছে, তা সংক্ষিপ্তভাবে জেনেছি।

ইইউ রাষ্ট্রদূত বলেন, আমি নির্বাচন কমিশনকে মূলত তিনটি বার্তা দিয়েছি। প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন এই দেশের জন্য একটি অন্যতম অংশীদার এবং আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে আপনার পাশে আছি। দ্বিতীয়ত, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে তার অংশীদারিত্বকে সব দিক থেকে আরও শক্তিশালী করতে চায়। এবং আমরা এখানে অন্তর্বর্তী সরকারের প্রয়াসকে সমর্থন করতে এসেছি, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে পারে। তৃতীয়ত, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। আমরা একটি সুনির্দিষ্ট আর্থিক প্যাকেজের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদানের মাধ্যমে সহায়তা করব। এছাড়া বাংলাদেশের কর্তৃপক্ষ চাইলে আমরা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবো।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামীতে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ব্যাপারে নির্বাচন কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ। এতে তাদের কোনো দ্বিমত নেই। পাশাপাশি তারা নির্বাচনে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চায়।

সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মূলত জানতে চেয়েছিলেন যে, আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কী, বাজেট কত। নির্বাচন সুষ্ঠ করতে হলে আর কী কী প্রয়োজন। আমরা বলেছি, বাজেটে কোনো সমস্যা নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতির তথ্য আমরা জানিয়েছি।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ওনারা আমাদের শুধুমাত্র নির্বাচনে নয়, দেশের সার্বিক উন্নয়নে যে কোনো ধরনের সাহায্য করতে চান। আমাদের কী প্রয়োজন, সেটা জানতে চান। আমরা বলেছি, ইউএনডিপি ইতিমধ্যে একটা প্রয়োজনীয় অ্যাসেসমেন্ট করেছে। একটা টিম পাঠিয়েছিল। তারা আগামী মাসে একটা কর্মশালা করতে চান। সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। ভোটের আগে পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চেয়েছে।

তিনি বলেন, আমরা ইসিতে কোনো কাজ লুকিয়ে ছাপিয়ে করছি না। যা করছি, একেবারে স্বচ্ছতার সঙ্গে করছি। এমন কোনো দিন নেই যে, আমাদের কেউ কথা বলছে না মিডিয়ার সঙ্গে৷ আশা করছি, সবার সহযোগিতা নিয়ে কাজ করতে পারব।

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অতীতে যা হয়েছে, ভুলে যান। এটা বর্তমান। দয়া করে ‘কনফাইন টু দি কারেন্ট সিচুয়েশন’। সবাই যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ আমরা তৈরি করে দেব।’

 

Header Ad
Header Ad

নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫১

ছবি: সংগৃহীত

উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। রোববার (১৬ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ভোর রাতের দিকে রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত পালস ক্লাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ক্লাবের ভবনটি আগুনে পুরোপুরি পুড়ে যাচ্ছে এবং আকাশে ঘন ধোঁয়া উড়ছে।

জানা গেছে, দেশটিতে জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড এডিএন-এর একটি পরিবেশনা চলাকালে আগুনের সূত্রপাত ঘটে। সেই সময়ে ক্লাবটিতে প্রায় ১,৫০০ জন উপস্থিত ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আতশবাজি যন্ত্র ব্যবহারের কারণে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ক্লাবের ভিতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে দমকলকর্মীরা কাজ করলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে এবারও হচ্ছে না কুচকাওয়াজ: স্বরাষ্ট্র সচিব
বাংলাদেশের নির্বাচন হবে আন্তর্জাতিক মানের, আশা ইউরোপীয় ইউনিয়নের
নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫১
বন্ধ হওয়ার পথে ভয়েস অব আমেরিকা, ১৩০০ কর্মীকে ছাঁটাই
পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
চুয়াডাঙ্গায় ‘গো গ্রীন’ কর্মসূচির আওতায় দুটি নতুন প্রকল্পের যাত্রা
আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা : অ্যাটর্নি জেনারেল
কুয়েতে ৪২ হাজার নাগরিকের নাগরিকত্ব বাতিল: রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়ার শঙ্কা
দেশের পাঁচ জেলায় মৃদু তাপদাহ, তাপমাত্রা আরও বাড়তে পারে
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অস্কারজয়ী শিল্পী এ.আর.রহমান
৬ হাজার কোটির লিগ আনছে সৌদি, চ্যালেঞ্জের মুখে আইপিএল
৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
হাইকোর্টের রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকর চান আবরার ফাহাদের বাবা
ঘুষ-বাণিজ্যের অভিযোগ, রংপুরের সেই উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার
আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল
ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব
বই ছাপার কাজ শেষ, আজ রাতেই শুরু হবে বিতরণ  
আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে
কার জন্য 'সতর্কবার্তা' দিলেন পরীমণি
ঈদে বাড়ি ফিরতে ২৬শে মার্চের ট্রেনের টিকিট মিলবে আজ