নওগাঁ-২ আসন: এক কেন্দ্রে ১ ঘণ্টায় ভোট পড়েছে ৩০টি
নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ চলছে। ছবি: ঢাকাপ্রকাশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-২ আসন ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। নওগাঁ-২ আসনের ধামইরহাট সরকারি মফিজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোটার রয়েছে ২ হাজার ৪৩১ জন। এই কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৫টি বুথে ৩০টি ভোট পড়েছে।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার অভিজিৎ কুমার কুন্ডু ঢাকাপ্রকাশ-কে বলেন, প্রথম এক ঘণ্টায় ৩০টির মতো ভোট পড়েছে। শীতে ভোটারের উপস্থিতি কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে জানান তিনি।
ভোটের মাঠে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি শহীদুজ্জামান সরকার বাবলু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ট্রাক প্রতীকের আখতারুল আলম, ঈগল প্রতীকের মেহেদী মাহমুদ রেজা ও লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন। স্থানীয়রা বলছেন, প্রতিদ্বন্দ্বিতায় চারজন থাকলেও মূল লড়াই হবে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ট্রাক প্রতীকের প্রার্থীর মধ্যে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩০১ জন, নারী ৭৮ হাজার ৭১৩ ও ট্রান্সজেন্ডার ১ জন। নির্বাচনে ৫৩ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৩০৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৬০৮ জন।
এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। ভোটের দিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে একজন করে ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব রয়েছেন।