প্রতিরক্ষা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন মজিবর রহমান মজনু
ছবি: সংগৃহীত
প্রতিরক্ষা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন বগুড়া-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মজিবর রহমান মজনু।
গত (০৬ এবং ০৭ ফেব্রুয়ারি) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস করেন সংসদ সদস্যরা।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, দ্বাদশ সংসদের ৫০টি কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে রাত জেগে সভাপতিসহ সদস্যদের নাম লিখে দিয়েছেন। সে খাতাটি আমার হাতে। কমিটিগুলোর যথাযথ ভূমিকা সংসদকে আরও বেশি কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মোঃ মজিবর রহমান মজনু।
মজিবুর রহমান মজনু ১৯৬৮ সালে পূর্ব পাকিস্থান ছাত্রলীগের শেরপুর থানা শাখার সাধারন সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭১ সালে জাতির পিতার আহ্বানে শেরপুর থানা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮০ সাল থেকে ২০০৪ পর্যন্ত তিনি চারবার শেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনবার বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মজিবর রহমান মজনু। ২০১৯ সাল থেকে তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছিলেন।