ট্রাকের ধাক্কায় উল্টে গেল নসিমন, প্রাণ হারালেন স্বামী-স্ত্রী
নাটোরে ট্রাকের ধাক্কায় উল্টে গেল নসিমন। ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেমন (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম নওগাঁ যাওয়ার জন্য আজিমনগর স্টেশনে আসছিলেন। রাস্তার পাশে তারা যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ট্রাক ও নসিমনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নসিমনটির নিচে চাপা পড়ে ওই স্বামী-স্ত্রী। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।