নাটোরে নছিমনের ধাক্কায় শিশুর মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত ওই শিশুর নাম স্বর্নাল হোসেন। শিশুটি শিকারপুর এলাকার শিবলু হোসেনের ছেলে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির পাশেই খেলা করছিল শিশু স্বর্নাল । এক পর্যায়ে সে সবার অগোচরে বাড়ির পাশের আঞ্চলিক সড়কে উঠে। ওই সময় চাঁচকৈড় থেকে মশিন্দামুখী একটি নছিমন শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসতে থাকলে নছিমনটি রেখেই পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার ও নছিমনটি জব্দ করে।
এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, আবেদন-বিবেচনা করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআইএইচ