মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ডিম সিন্ডিকেটে অসহায় উৎপাদক-ভোক্তা

প্রায় ২০ কোটি ডিমের উদ্বৃত্তের রাজশাহীতে সিন্ডিকেটের কাছে দাম নিয়ে অসহায় ভোক্তাসহ উৎপাদনকারীরা। ডিম ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায়ত্ব প্রকাশ ছাড়া কার্যকর কোন সামাধান মিলছে না। এমন পরিস্থিতিতে উৎপাদক ও ভোক্তা উভয়ের দাবি সু-সমন্বিত মূল্য নির্ধারণ করে বাজারকে স্বাভাবিক রাখা।

সর্বশেষ শনিবার (১১ মার্চ) রাজশাহীর সাহেব বাজারের খুচরা লাল ডিম বিক্রি হয়েছে প্রতিহালি ৪২ টাকা ও সাদা ডিম ৪০ টাকা দরে। কেউ কেউ ৪৪ টাকা হালি দরেও ডিম বিক্রি করছেন। আর পাইকারিতে প্রতি ১০০টি ডিমের দাম ৯৭০ টাকা থেকে ৯২০ টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসেবে একটা ডিমের (লাল) দাম পড়ছে ৯ টাকা ৭০ পয়সা। আর সাদা ডিম বিক্রি হয়েছে ৯ টাকা ২০ পয়সায়। একইদিন খামারিরা ব্যবসায়ীদের কাছে ডিম বিক্রি করেছে ৮ টাকা থেকে ৮ টাকা ৮০ পয়সায়।

অনুসন্ধানে দেখা যায়, খামারির উৎপাদিত ডিমের দাম নির্ধারণ করেন ব্যবসায়ীরা। উৎপাদনের পরে চার থেকে পাঁচ হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছায় ডিম। আর প্রতি হাতবদলে ডিমের দাম বাড়ে ২০ থেকে ৫০ পয়সাসহ কখনো কখনো তার চেয়েও বেশি। অথচ একজন খামারি প্রতিটি ডিমে ২০ থেকে ২৫ পায়সার বেশি লাভ করতে পারেন না। মধ্যসত্ত্ব ভোগীরাই কৃত্রিম সংকট তৈরি করে সুবিধা লুটছে। অথচ কার্যকর কোন নজরদারি নেই প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন ডিমের দাম থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণের কাজগুলো সম্পাদন করা হয় মোবাইল ফোনের মাধ্যমে। ব্যবসায়ীরা পাবনা, ঢাকা ছাড়াও দেশের বড় বড় বাজারে যোগাযোগ করে ডিমের দাম নির্ধারণ করেন। সেই সব বাজারগুলোর ডিমের দামের উপরে নির্ভর করে রাজশাহীর ডিমের দাম।

পবার কুখুন্ডি মল্লিকপুর এলাকার লেয়ার মুরগির খামারি জামরুল ইসলাম জানান, তার খামারে ৯৩০ টা লেয়ার মুরগি রয়েছে। এই মুরগি ১৮ থেকে ২২ মাস পর্যন্ত ডিম দেবে। নতুন মুরগির প্রথম ৬ মাস ডিম আসে ৯০ শতাংশ। পরের ১০ মাসের বেলায় ডিমের উৎপাদন দাঁড়ায় ৮০ থেকে ৮৫ শতাংশ। ১৫ মাসের বেলায় ৭০ থেকে ৭৫ শতাংশ ডিম পাওয়া যায় খামার থেকে। তবে এসময় ডিমের বাজার ভালো থাকতে হবে। অন্যথায় বেশি দামে খাবার খাওয়ানোর ফলে ডিম বিক্রি করে লাভ থাকবে না।

এই মুরগিগুলোর প্রতিদিন দুই বস্তা খাবার লাগে। যার ওজন ১০০ কেজি। দুই বস্তা (কোয়ালিটি প্রিমিয়ার) খাবারের দাম ৬ হাজার ৬০ টাকা। নতুন মুরগি হিসেবে প্রতিদিন ৮৩০ টা করে ডিম দেয়। একটি ডিমে খরচ পড়ে সাত টাকার উপরে। বিক্রি হচ্ছে ৮৭০ থেকে ৮৮০ টাকা (রোববার ৫ মার্চের দাম)। একটি ডিম বিক্রি করে কমবেশি এক টাকা থাকে। তবে বিদ্যুৎ বিল, ওষুধ, নিজের মজুরি ছাড়াও অন্য খরচ বাদ দিলে নগণ্য কিছু লাভ থাকে।

খামারিদের দাবি, ডিমের দাম নির্ধারণে খামারির কোন হাত থাকে না। এটা আড়তগুলো থেকে নির্ধারণ হয়। অনেক সময়ই উৎপাদন খরচের চেয়ে কম দামেও ডিম বিক্রি করা লাগে। ডিম বিক্রির একটা সিন্ডিকেট আছে। আর গত ১৮ থেকে ২০ দিন আগে ডিমের দাম ছিলো ৯ টাকা ৮০ থেকে ৯০ পয়সা। এই দাম ১৫ দিনও থাকে নি। তার পরে কমে গেছে। ডিমের দাম উঠা-নামা করে। কিন্তু খাবারের দাম বাড়লে আর কমে না।

কোম্পানিগুলোর খাবারের দাম বাড়ানো বিষয়ে খামারি জামরুল ইসলাম বলেন, আমি ৮ বছর থেকে এই ব্যবসার সাথে জড়িত। ৮ বছর আগে ৫০ কেজি খাবারের বস্তার দাম ছিল ১৫০০ থেকে ১৫৫০ টাকা। ওই বস্তা এখন ৩ হাজার ৩০ টাকা। তাহলে ৮ বছরে প্রতি বস্তায় বেড়েছে প্রায় ১৫০০ টাকা। কিন্তু আট বছর আগে ডিম বিক্রি করেছে ৮ টাকা থেকে সাড়ে ৮ টাকায়। এখনও প্রায় ওই দামেই ডিম বিক্রি করছি।

খাবারের দাম বাড়ার এক সপ্তাহ আগে মোবাইল ফোনে ম্যাসেজ দেবে। কিংবা ডিলারের জানিয়ে দেবে ফিডের দাম বাড়ার তারিখ। গত সপ্তায় এক বস্তা খাবারে বেড়েছে ৭৫ টাকা। গত বছর (২০২২) চারবার দাম বেড়েছে খাবারের দাম। নতুন বছর পরে এক বারে ৭৫ টাকা খাবারের দাম বেড়েছে। ব্যবসা শুরু সময়ে একটা মুরগির বাচ্চা দাম ছিল ৩০ থেকে ৫৫ টাকার মধ্যে। এখনও সেই দাম আছে। মুরগির বাচ্চার দাম বাড়ে নি।

সাদেকুল ইসলাম নামের আরেক লেয়ার মুরগির খামারি জানান, ডিম উৎপাদন করে আর আগের মতো লাভ হয় না। যে টাকা লাভ হয় খাবার কিনতেই শেষ হয়ে যায়। খামারে ১ হাজার লেয়ার মুরগি তুলে ছিলাম। এখন টিকে আসা ৯২০ টা। এই মুরগিগুলো ঠিক মতো ডিম দিক আর না দিক খাবার দিতে হবেই। খাবার দিতে না পাড়লে উৎপাদন যতটুকু আছে, তাও থাকবে না।

তিনি আরও জানান, লেয়ার মুরগির খামার করেছিলাম ঋণ করে। প্রতি সপ্তাহে কিস্তি আছে। যে ডিম উৎপাদন হয় তা দিয়ে নিজের সংসার ও কিস্তি চালাই। তবে খাবারের দাম অনুযায়ী ডিমের দাম আরো ২ টাকা বাড়লে ভালো হতো। আমরা ডিম বিক্রি করছি ৮ টাকা, সাড়ে ৮ টাকা, সর্বোচ্চ ৮ টাকা ৮০ পায়সা। অথচ বাজারে খুচরা বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকায়। তার দাবি, বাজার পর্যায়ে না; খামারি পর্যায়ে ডিমের দাম বাড়লে আমরা বাঁচতাম।

ডিম ব্যবসায়ী সেন্টু জানান, প্রতিদিন স্থানীয় বাজারের দাম বেলা ১২টার পরে নির্ধারণ করা হয়। রাজশাহীতে সবচেয়ে বেশি ডিম উৎপাদন করে নাবিল গ্রুপ। গতকাল শনিবার (৪ মার্চ) নাবিল গ্রæপের নাবা ফার্ম লিমিটেডের ডিম বিক্রয় কেন্দ্রে প্রতি ১০০টি লাল ডিম বিক্রি হয়েছে ৯২০ টাকায়। এছাড়া স্থানীয় বাজারে ডিমের দাম নির্ধারণ করা হয়ে থাকে বিভাগের পাবনা, ঢাকার বিভিন্ন বাজারের ডিমের দাম শুনে।

ডিমের বাজারের বিষয়ে রাজশাহীর সাহেব বাজারের খুচরা ডিম বিক্রিতা মোস্তাফিজুর রহমান জানান, শনিবার (৪ মার্চ) তুলনায় রোববার (৫ মার্চ) প্রতি একটি ডিমের দাম বেড়েছে ১০ পয়াসা। এছাড়া বাজারে খুচরা লাল ডিম প্রতিহালি ৪২ টাকা ও সাদা ডিম ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাইকারিতে প্রতি ১০০টি ডিমের দাম ৯৭০ টাকা ও সাদা ডিম ৯২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম নির্ধারণ কারা করে ও ডিমের দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ছোট ব্যবসায়ী। আর আমার ব্যাবসার বয়স বেশি দিন না। তাই আমি বলতে পারছি না।

রাজশাহী প্রাণী সম্পদ দপ্তরের তথ্যমতে, জেলায় ২ হাজার ১২টি খামারে প্রতিমাসে পৌনে ৫ কোটি ডিম উৎপাদন হয়। আর ডিমের বার্ষিক উৎপাদন প্রায় ৫৭ কোটি। অথচ রাজশাহীতে ডিমের চাহিদা মাত্র ৩৭ কোটি। উদ্বৃত্তের রাজশাহীতেও ডিম কিনতে গিয়ে দিশেহারা ক্রেতারা।

খুচরা ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, ডিমের দাম একেক জায়গায় একেক রকম। হালি হিসেবে ডিম নিলে এক থেকে দেড় টাকা কম পাওয়া যায়। আর খুচরা নিলে বেড়ে যায় ডিমের দাম। সাহেব বাজারের খুচরা দোকানের তুলনায় এলাকার দোকানগুলো প্রতি হালিতে দুই থেকে আড়ায় টাকা বেশি।

রাজশাহী পোল্টি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, সাধারণ ভোক্তারা ৪০ থেকে ৪৫ টাকা হালি দরে ডিম কেনে। একটা ডিম সাধারণ মানুষ ১১ থেকে ১৩ টাকায় কিনছে। এই যে এতো টাকা গ্যাপ হয়ে গেলো। এই গ্যাপের পেছনে কারণ হলো মধ্যসত্ত্ব ভোগি। সরাসরি বিক্রেতার কাছে যাচ্ছে। কয়েক ধাপ পেড়িয়ে ক্রেতার হাতে পরে। কোম্পানিগুলো বড় বড় সেড করছে, তারাই বিভিন্ন বাচ্চা লালন-পালন করে বাজারে দিচ্ছে। তাদের সাথে তো ছোট ছোট খামারিরা পেরে উঠবে না। কোম্পানিগুলোর কাছে ছোট ছোট খামারীরা জিম্মি হয়ে পড়েছে। বড় বড় কোম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করছে।

রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, আমাদের দেশে ডিমের দাম ওইভাবে নির্ধারণ হয়। ডিমের দাম বেঁধে দেওয়া হয় না। খাদ্য খরচ বাড়লে ডিমের দাম বাড়ে। খামারিদের কথা ডিমের দাম আরও বাড়ানো হোক। ডিমের বাজারে ফরিয়া বা মিডিলম্যান (মধ্যসত্বভোগীদের) যে দৌরাত্ম্য তো আছেই। শুধু ডিমেই নয়, সবজি, মাছ সবক্ষেত্রেই এই দৌরাত্ম্য। এছাড়া করপোরেট বিভিন্ন কোম্পানির কাছেও প্রায়শই জিম্মি দশা তৈরি হয়। এখন এটা পলিসিগত বিষয়। রুট লেভেলে কাজ করে এই সমস্যার সমাধান সম্ভব না।
এএজেড

Header Ad
Header Ad

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই  

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল নোমান। ছবিঃ সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, মৎস্য মন্ত্রী এবং খাদ্য মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।

বিএনপির এই নেতার আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন। গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে যোগ দেন দলটিতে।

Header Ad
Header Ad

যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আহত ১  

ছবিঃ সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে কক‌টেল ও পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে যুবদল নেতা রনি আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রনি বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার সময় অন্তত ৪/৫ টি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা বাড়ির সামনে নেমেই পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে। পেট্রোল বোমা বিস্ফোরণে বাড়িতে আগুন লে‌গে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও কয়েকটি অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করে।

এদিকে, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় মোকামতলা-জয়পুরহাট সড়কের আমতলীতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা। এসময় নেতা-কর্মীদের শান্ত করতে ঘটনাস্থলে যান উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম।

পরে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ঘটনাস্থলে এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিএনপি নেতা-কর্মীরা।

এ বিষ‌য়ে শিবগঞ্জ থানার ও‌সি শাহীনুজ্জামান ব‌লেন, বর্তমানে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক। দুর্বৃত্তরা বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে কক‌টেল ও পে‌ট্রোল বোমা নি‌ক্ষেপ ক‌রে। ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের ক‌য়েক জ‌নের নাম আমরা পে‌য়ে‌ছি। ত‌বে তদ‌ন্তের স্বা‌র্থে আমরা এখনই সেটা প্রকাশ কর‌ছি না। জ‌ড়িত‌দের গ্রেপ্তা‌রে চেষ্টা চল‌ছে।

Header Ad
Header Ad

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, অনুভূত হলো ঢাকাতেও

ছবিঃ সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সাত সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

এদিকে কাছাকাছি অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এবং সংবাদমাধ্যম লাইভ মিন্ট।

লাইভ মিন্ট বলছে, মঙ্গলবার সকালে কলকাতায় রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর এবং ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। কলকাতার কাছে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশে কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.১। বঙ্গোপসাগরে এই ভূমিকম্পর উৎস। ভূপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে ছিল এর উৎস। এছাড়া এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ওডিশাতেও।

এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিনই ভারতের আরেক রাজ্য হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ৩.৭ মাত্রা ভূমিকম্প হয়েছে বলেও জানা গেছে। সোমবার রাতে, মণিপুরের উরখুল এলাকায় মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ৩.২ মাত্রার ভূমিকম্প হয় বলেও জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

অন্যদিকে ভলকানো ডিসকভারি বলছে, মঙ্গলবার সকালে ভারত থেকে ২১৬ কিমি (১৩৪ মাইল) দূরে বঙ্গোপসাগরে শক্তিশালী ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি (৬ মাইল) এবং তা এই এলাকায় ব্যাপকভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের অগভীর গভীরতার কারণে এটি উপকেন্দ্রের কাছাকাছি অনুরূপ মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক এই ওয়েবসাইটটি বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের বড় শহর হচ্ছে পারাদ্বীপ। ৮৬ হাজার বাসিন্দার ভারতীয় এই শহরটি ভূমিকেন্দ্রের উত্তর-পশ্চিমে ২৩০ কিমি (১৪৩ মাইল) দূরত্বে অবস্থিত। সেখানকার লোকেরা সম্ভবত দুর্বল কম্পন অনুভব করেছে।

এছাড়া ভূমিকম্পের কেন্দ্র থেকে ৫২৬ কিমি (৩২৭ মাইল) দূরে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পটি সম্ভবত খুব দুর্বল কম্পনের মতো অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ভলকানো ডিসকভারি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই  
যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আহত ১  
ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, অনুভূত হলো ঢাকাতেও
নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন
জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি
তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার
বিভেদের সুযোগ নিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না: তারেক রহমান
সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন নিষেধাজ্ঞা
রোজা সামনে রেখে খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ!
সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর