নকল স্যানিটারি ন্যাপকিন তৈরিতে জরিমানা
রাজশাহীতে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে নকল স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরি ও বাজারজাত করার দায়ে এন এস হেলথ কেয়ার নামক একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের শুনানি শেষে ওই প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। নিরাপ্যাড নামক ওই স্যানিটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জেলার পবা উপজেলার বায়ার বালিয়াডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে নকল পণ্য তৈরি করে আসছিলো।
রাজশাহী বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, প্রতিষ্ঠানটি ঢাকার একটি মিথ্যা ঠিকানা ব্যবহার করে রাজশাহীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা একটি কারখানায় নকল স্যানিটারি ন্যাপকিন তৈরি করে তা বাজারজাত করে আসছিলো। গত ৫ নভেম্বর কারখানাটিতে অভিযান চালিয়ে জনস্বার্থে সাময়িক বন্ধ করা হয়েছিল।
তিনি আরও জানান, তারা যে স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে তা নারীদের জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার মতো ভয়ঙ্কর ক্ষতিকারক উপাদান থাকার শতভাগ সম্ভবনা রয়েছে। যা একটি গুরুতর অপরাধ। এছাড়া বিএসটিআই এর কোন অনুমোদন তারা নেয়নি।
মঙ্গলবার শুনানি শেষে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। এবং লিখিত নেয়া হয় যে, পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিএসটিআই অনুমোদন নিয়ে সুন্দর পরিবেশে তারা স্বাস্থকর স্যানিটারি ন্যাপকিন প্রস্তুত করবে।
এর আগে গত ১৯ অক্টোবর নগরীর তেরখাদিয়া মথুরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একই অপরাধে নিউপ্যাড নামক একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
এএজেড