৩ বছর ধরে বাকি পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ বিল!
রাজশাহীর পুঠিয়া পৌরসভার ভবনসহ গুরুত্বপূর্ণ তিনটি রোড লাইটের মোট সাড়ে ৭ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বাকি পড়েছে। বিগত ৩ বছরের বিল অনেক তাদাগা দেয়ার পরও পরিশোধ না করায় এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া জোন) এর অধীনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে পৌরসভার দপ্তর ও তিনটি সড়ক বাতির জন্য আলাদা সংযোগ নেয়া হয়।
একটি সড়কবাতির ৪ লাখ টাকা, আরেকটির ৩ লাখ এবং অন্যটির ৫০ হাজার টাকার বিল বকেয়া হয়েছে। যে বিল পরিশোধে অপারগত স্বীকার করছে বর্তমান মেয়র। এ কারণে মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ৯ টার দিকে পুঠিয়া পৌরসভা ভবন ছাড়া বাকি সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এতে রাতে পৌর সড়কে দুর্ভোগ বেড়েছে।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী শেখ বলেন, পৌরসভার বকেয়া বিল সাড়ে সাত লাখ। একাধিকবার তাগিদ দেয়ার পরও কেউ কোন কর্ণপাত করছেন না। যার কারণে শুধু পৌরসভার অফিস ছাড়া সড়কবাতি ব্যবহারের জন্য নেয়া দুটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
২৪ ঘন্টা পার হয়ে গেলেও পৌর কর্তৃপক্ষ পুনরায় সংযোগ দেয়া কিংবা বকেয়া বিলের বিষয়ে কোন কথা বলে নি। এ বিষয়ে পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি।
এএজেড