বিরোধী দলকে নির্যাতনের হাতিয়ার এখন আদালত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ জেলা ছাত্রদল। মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮ টায় নওগাঁ শহরের ব্রীজ মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
নওগাঁ জেলার ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি ব্রিজের মোড় স্বাধীনতা ভাস্কর্যের সামনে থেকে বের করে পুরাতন সোনালী ব্যাংক রোড হয়ে গোস্তহাটির মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতা-কর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।
নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, বিএনপির আন্দোলন দেখে সরকার ভীত হয়ে তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।আইন-আদালত এখন বিরোধী দলের নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন ইসলাম দোহা বলেন, আমরা সবাই জানি, আজকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে প্রথমে কারাবন্দি করে, এখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করা হচ্ছে। একই সঙ্গে তার সহধর্মীনি যিনি রাজনীতির সাথে একেবারে জড়িত নন, তিনি একজন পেশাজীবী মেধাবী চিকিৎসক। শুধু এই পরিবারের সদস্য হওয়ার কারণে তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিয়ে আসা হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া আলম রোমিও,যুগ্ম-সম্পাদক শ্নেহ, সাংগঠনিক সম্পাদক অমিও সরকার, থানা ছাত্র ছাত্রদলের আহবায়ক ফয়সাল আজম আলি, সদস্য সচিব রুহুল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় মাহমুদ, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ আহমেদ, ছাত্রনেতা শাহজাহান,বাদশা,আইজুল,তাজ, শুভসহ প্রমুখ।
এএজেড