কাল পারমাণবিক চুল্লি স্থাপন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল রুপপুর প্রকল্পে দ্বিতীয় উইনিটের চুল্লি স্থাপন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল (১৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মূলযন্ত্র রিয়্যাক্টর প্রেসার ভেসেল (পারমাণবিক চুল্লি) স্থাপন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পারমাণবিক চুল্লি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করবেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান রূপপুরে অবস্থান করছেন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় বিষয়াদি তদারকি করছেন। মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। এরই মধ্যে রাশিয়ার বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশটির সাংবাদিকরা রূপপুর পারমানবিক প্রকল্পে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
রাশিয়ার রাষ্ট্রীয় আনবিক সংস্থা আনবিক শক্তি কর্পোরেশন 'রসাটম' রূপপুর আনবিক বিদ্যুৎ কেন্দ্রে সহায়তা দিচ্ছে। এরই মধ্যে প্রকল্পের প্রথম ইউনিটের ৭৫ ভাগ ভৌত-অবকাঠামো কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ায় এখন রিয়্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হচ্ছে। এখানে দুটি ইউনিট থেকে ২৪00 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। রূপপুর পারমানবিক প্রকল্প নির্মানের ব্যায় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি।
এএজেড