‘বাংলাদেশ এখন খুন, গুম ও হামলার দেশে পরিণত হয়েছে’
রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ নেতা-কর্মীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিকী নান্নু বলেন, বাংলাদেশ এখন খুন, গুম ও হামলার দেশে পরিণত হয়েছে। সভা-সমাবেশে বাধা দেওয়া হবে না-প্রধানমন্ত্রীর এই কথার পর আমাদের তিনজন মারা গেল। প্রতিটি মিছিল-মিটিংয়ে হামলা হলো। এর অর্থ হলো আপনি যা বলেন তা করেন না। তার উল্টোটা করেন। এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতারা টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। বিএনপির সঙ্গে অনেক আওয়ামী লীগ নেতারা আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। কারণ আওয়ামী লীগের সমসাময়িক কর্মকাণ্ডে অতিষ্ঠ তারা। এ সরকারের পায়ের তলায় মাটি নেই। টাকা লুটপাট করে পার পাওয়া যাবে না। সরকারের অপকর্ম আর বেশি দিন সহ্য করা যাবে না। মানুষ ফুঁসে উঠেছে, রাজপথে নামতে চায়।
জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, পুলিশ বাহিনী বাদ দিয়ে আসুন, দেখেন রাজপথে কে কতটুকু থাকতে পারে? হামলা-মামলা দিয়ে বিএনপির আন্দোলনকে থামানো যাবে না।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা বিএনপি সদস্য মামুনুর রহমান রিপন, ভিপি রানা, ফরিদুজ্জামান ফরিদ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, সদর থানা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।
এসজি