বৃষ্টিতে ভিজে ভিক্ষার থলেতে ৪০ টাকা, খাব কি ভাবে!
মঙ্গলবার থেকে মাঝারি বৃষ্টিপাত আর বুধবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতে কারণে জয়পুরহাটের নতুনহাট, মাছুয়া বাজার এলাকা সহ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় যান ও মানুষের চলাচল ব্যহত হচ্ছে। মানুষ গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না।
দুই দিনের টানা বৃষ্টিতে জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়ে। এ ছাড়াও বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ এবং যারা মানুষের কাছে হাত পাতিয়ে পেট চলে সেই সব মানুষ। তাদের আমরা ভিক্ষুক বলে চিনি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জয়পুরহাটে বিকেল ভারী বৃষ্টিপাতে কারণে মানুষের কাছে হাত পাতিয়ে টাকা না পেয়ে চিন্তায় কপাল ভাজ করে ইব্রাহিম খলিলুল্লাহ (৮৫) নামে এক বৃদ্ধ প্লাটফর্মে বসে আছেন। তিনি সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের বাসিন্দা।
ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, জন্ম থেকে অন্ধ আমি। পৃথিবীতে এসে পিতামাতার মুখ কখনো দেখিনি। জন্ম থেকে মানুষের কাছে হাত পাতিয়ে পেটের ক্ষুধা নিবারণ করি। মানুষের কাছে সহযোগিতা নিয়ে আমার ছয় কন্যা সন্তানকে বিয়ে দিয়েছি। বয়সে ভারে চলতে পারি না। প্রতিবন্ধী ভাতার যে টাকা পাই তা দিয়ে সংসার চলে না। কারণ বাজারে জিনিসপত্রের যে দাম অল্প টাকা দিয়ে কি ভাবে চলি বলেন?
আজ ভারী বৃষ্টিতেও ভিজে ৪০ টাকা ভিক্ষা করে পেয়েছি। শহর থেকে গ্রামে যেতে গাড়ি ভাড়া দিতে হবে ৩০ টাকা। আর বাকী থাকে ১০ টাকা। এ টাকা দিয়ে দুজন মানুষ রাতে খাব কি ভাবে? আমার স্ত্রী অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে তার জন্য ঔষুধ কিনব কি ভাবে? আমাদের কষ্টের শেষ নাই।
এএজেড