নাটোরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
নাটোরে ধারালো অস্ত্র দিয়ে রডমিস্ত্রিকে হত্যার দায়ে জসিম উদ্দীন (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নাটোর দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দীন সদর উপজেলার চৌরী এতিমের মোড় এলাকার বকুলের ছেলে। তবে তারা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাকুঁড়ি এলাকার বাসিন্দা।
কোর্ট ইন্সপেক্টর নজমূল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই মামলার বাদী নাটোর সদর উপজেলার চৌরী এলাকার ফাজিলের ছেলে সিরাজ। ২০১৮ সালের ২ সেপ্টেম্বর মামলাটি রেকর্ডভুক্ত হয়। পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের অভিযোগে তিনি সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বাদী অভিযোগ করেন, তার ছেলে সোহাগ (২০) ঢাকায় রড বাইন্ডিংয়ের কাজ করত। ওই বছরের ঈদুল আজহার ২-৩ দিন আগে বাড়িতে আসে সোহাগ। ৩১ আগস্ট বিকালে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে তারা জানতে পারে, সোহাগের রক্তাক্ত মরদেহ লক্ষ্মীপুর পশ্চিমপাড়া পুকুরপাড়ের আম গাছের নিচে পড়ে আছে। তারা সেখানে গিয়ে সোহাগের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার ছেলেকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে ফেলে রাখা হয় এমনটি দাবি করে মামলা করেন তিনি।
ওই বছরের ৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকরামুল ইসলাম জসিম উদ্দীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এসজি