হিলিতে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে ১০০ টাকা
দিনাজপুরের হিলিতে দুই সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে ১০০ টাকা। পঞ্চগড়ের বিন্দু শুকনো মরিচ দুসপ্তাহ আগে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে দাম কমে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষ।
হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা কাওসার হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, আমরা দিনমজুরি মানুষ কাজ করে সারাদিনে ২০০-৩০০ টাকা রোজগার করি। এতে করে বাজারে করতে আমাদের হিমশিম খেতে হয়। বাজারের সবকিছুর দাম ঊর্ধ্বমুখী দাম বাড়ায় আমাদের মতো নিম্নআয়ের মানুষ খেয়ে-পরে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে। বর্তমানে শুকনো মরিচের দাম গত দুই সপ্তাহের থেকে কিছুটা কমতে শুরু করেছে। দাম কমার ফলে অনেক ভালো হয়েছে। দামটা আরও কিছু কমলে আমাদের মতো গরিব মানুষের অনেক সুবিধা হয়।
হিলি বাজারে শুকনো মরিচ বিক্রেতা আবু তাহের ঢাকাপ্রকাশকে বলেন, বেশ কিছুদিন আগে কাঁচা মরিচের দাম ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। এর ফলে শুকনো মরিচের দাম বেড়ে যায়। একইসঙ্গে তীব্র গরমের কারণে কাঁচা মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়। দুই থেকে তিন কেজি কাঁচামরিচ শুকালে এক কেজি শুকনা মরিচ পাওয়া যায়। এখন কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। দাম কমে যাওয়ার ফলে কৃষকরা এখন কাঁচা মরিচের বিক্রি কমিয়ে শুকনো মরিচের উৎপাদন বাড়িয়েছে। একইসঙ্গে শুকনো মরিচের দাম কমতে শুরু করেছে। এসব শুকনো মরিচ পঞ্চগড়, নাটোরসহ বিভিন্ন জেলা থেকে আসে।
এসএন