সার ডিলারের গুদাম ভিন্ন এলাকায়, জরিমানা
নওগাঁয় নির্দিষ্ট এলাকার সার ডিলারের গুদাম ঘর ভিন্ন এলাকায় হওয়ায় এক ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৯ আগষ্ট) দুপুরে সদর উপজেলার ডাক্তারের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন। এ সময় অভিযানে নওগাঁ সদর উপজেলার কষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজুল ইসলাম এবং নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।
তিনি বলেন, মেসার্স আব্দুল মালেক ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল মালেক এর সার ডিলারের লাইসেন্স জেলার মহাদেবপুর বাগডাব ইউনিয়নে। কিন্তু তার সারের গুদাম ঘর নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড়। যা কৃষি আইন এবং ভোক্তা অধিকার আইন বিরোধী। আইন অনুযায়ী যে ইউনিয়নের সারের ডিলার লাইসেন্স প্রাপ্ত হয়েছেন সেই ইউনিয়নেই সার বিক্রয় ও মজুদ রাখতে হবে।
শামীম হোসেন বলেন, অভিযানের সময় নির্দিষ্ট এলাকার ডিলার ও তার গুদাম ঘর ভিন্ন এলাকায় হওয়ায় মোসার্স আব্দুল মালেক ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সেই সাথে দ্রুত মজুদকৃত সার মহাদেবপুর উপজেলার বাগডাব ইউনিয়নে স্থানান্তর করার আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এএজেড