রাজশাহীতে অটোরিকশা চালকদের ধর্মঘট অব্যাহত
ভাড়া বৃদ্ধির দাবিতে রাজশাহীতে পাঁচ সিটের অটোরিকশা চালকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো চলছে তাদের এই ধর্মঘট। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নগরীতে বাস সার্ভিস চালু করেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ।
সোমবার (২৯ আগস্ট) দুপুর থেকে নগরীর রেলগেট থেকে কোর্ট, কোর্ট থেকে সাহেব বাজার, নওহাটা থেকে সাহেব বাজার, কাটাখালি থেকে কোর্ট রুটে ১৬টি বাস চলাচল করছে। পাশাপাশি কোন কোন রুটে বাস চলবে সেটার একটি তালিকাও দেওয়া হয়েছে। তালিকায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাস থামার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান, তারা সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় মানবিক দিক থেকে নগরীতে ১৫-১৬ টি বাস চালু করেছেন। এটা সাময়িক। তবে সাধারণ মানুষের সাপোর্ট থাকলে এটা দীর্ঘমেয়াদি রূপ পেতে পারে। এ বিষয়ে সিটি মেয়র ও সংশ্লিষ্টদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা হয়নি। তবে চাহিদা থাকলে কথা বলা হবে।
রাসিকের রাজস্ব কমিটির সদস্য ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমেন জানান, এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলব। তিনি চাঁপাইনবাবগঞ্জে একটি অনুষ্ঠানে আছেন। তিনিও সেখানে আছেন। প্রোগ্রাম শেষে এ বিষয়ে কথা বলব।
এসজি